মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস শহরের একটি রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে ভারতীয় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তেলেঙ্গানা থেকে যুক্তরাষ্ট্র পাড়ি দেওয়া নিহত ২৬ বছরের শিক্ষার্থীর নাম শরত কপ্পু। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডাকাতির সময় গুলিতে নিহত হন তিনি। স্থানীয় পুলিশের ক্যাপ্টেন লিওনেল কোলন জানান, শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মাছ ও মুরগির বাজারে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আমরা সাড়া দেই। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রæত তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে শরতের মৃত্যু হয়। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান ক্যাপ্টেন। হিন্দুস্তান টাইমস।
ভয়ঙ্কর লেজারগান তৈরি করছে চীন
ইনকিলাব ডেস্ক : অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে সামরিক সক্ষমতাও ক্রমেই বাড়িয়ে চলেছে চীন। এবার এক বিস্ময়কর অস্ত্র তৈরি করছে শি জিনপিং-এর দেশ। রাইফেলের আদলে তৈরি অস্ত্রটি আদতে একটি লেজারগান। এ অস্ত্র থেকে নির্গত শক্তিশালী লেজার রশ্মি প্রায় এক কিলোমিটার দূরে আঘাত হেনে মারাত্মকভাবে পুড়িয়ে দিতে বা আগুন ধরিয়ে দিতে পারে। অনেক বিশেষজ্ঞই বলছেন, অদূর ভবিষ্যতে এটাই হতে চলেছে বিশ্বের সবচেয়ে মারাত্মক হাতে বহনযোগ্য অস্ত্র, যার নাম দেওয়া হয়েছে জেডকেজেডএম-৫০০। পরপর ১০০০ বার ফায়ার করা যাবে এটি থেকে। এটা ফায়ারের সময় লাগবে ২ সেকেন্ড। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।