Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুগ্ধ শায়রা বানু বিজেপিতে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৮, ১২:০৬ এএম

তিন তালাকের বিরুদ্ধে লড়াইকারী শায়রা বানু বিজেপিতে যোগদান করছেন। তার এ ধরনের ঘোষণায় বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ভারতের উত্তরাখÐের প্রধান অজয় ভাট এটাকে এভাবেই ব্যাখ্যা করছেন যে, ‘যারা মনে করে আমাদের দল মুসলিমবিরোধী এটা তাদের জন্য একটি বড় তথ্য। যারা আমাদের দলকে সা¤প্রদায়িক মনে করে বিজেপিতে শায়রা বানুর যোগদান তাদের মুখে কষাঘাতের মতোই জবাব দিল। আমরা ধর্মের উপর ভিত্তি করে আমাদের সদস্যদের মধ্যে পার্থক্য করি না।’ চলতি মাসের শেষে দিল্লিতে শায়রা বানু আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করবেন বলেও জানিয়েছেন অজয় ভাট। বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়ে শায়রা বানু বলেন, ‘মুসলিম নারীদের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন প্রতিশ্রুতিতে তিনি মুগ্ধ।’ ৩৬ বছর বয়সী শায়রা বানুর বাড়ি উত্তরাখÐের কাশীপুরে। তিনিই হলেন সেই মুসলমান নারী যিনি পার্সোনাল ল প্র্যাকটিস-এর বিরুদ্ধে সরব হন এবং আইনি লড়াই লড়েন। এদিকে দেশটির বিরোধী দল কংগ্রেস এটিকে ‘২০১৯ সালের নির্বাচনে মুসলিম নারী ভোটারদের দেখানোর জন্য বিজেপির একটি রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত চাল’ বলে ব্যাখা করছেন। ২০১৬ সালে তিনি মুসলিম পুরুষদের ‘তিন তালাক’ বলে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের প্রথার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ে যান। পরে ২০১৭ সালের আগস্টে দেশটির সুপ্রিম কোর্ট এটিকে অসাংবিধানিক বলে রায় দেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ