Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

রাঙ্গামাটিতে ১৪ গ্রামবাসী অপহৃত

রাঙ্গামাটি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৮, ৩:১৪ পিএম

রাঙ্গামাটির নানিয়ারচরে ১৪ জন সাধারণ গ্রামবাসীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
আজ রোববার স্থানীয় কুতুকছড়ি বাজারে আসার পথে ইঞ্জিন নৌকা থামিয়ে এদের অপহরণ করা হয়।
এব্যাপারে রাঙ্গামাটি পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর কবির জানান, ঘটনার খবর পেয়ে একটি পুলিশের টহল দল অপহৃতদের উদ্ধারের জন্য সেনাবাহিনীর সহায়তায় ঘটনাস্থলের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
আগামী ২৫ জুলাই নানিয়ারচর উপজেলা পরিষদের অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনকে সামনে রেখে এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটানো হয়েছে মনে করা হচ্ছে।
এদিকে এ ঘটনায় ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এক বিবৃতিতে দুর্বৃত্ত কর্তৃক নিরীহ গ্রামবাসীদের অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপহরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ