বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিখোঁজের ৪ দিন পর এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে ঘাটাইল থানার পুলিশ। গতকাল শনিবার বিকালে ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের বনের ভিতরে মেগারচালা নামক স্থান থেকে ভ্যান চালক সাইফুল ইসলাম (৩৫) এর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ যুবককে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে নিহত ভ্যান চালকের বাবা হাফেজ আঃ মতিন বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, টাঙ্গাইল কালিহাতী উপজেলার পুরবাসিন্দা গ্রামের হাফেজ মোঃ আঃ মতিনের ছেলে সাইফুল ইসলাম(৩৫ )। সে পেশায় একজন ভ্যান চালক। সে গত ৩ জুলাই ভ্যানসহ নিখোঁজ হয় । নিখোঁজের পর এ ব্যাপারে কালিহাতী থানায় একটি ডায়রি করে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে তার খোঁজাখুঁজি চলছিল। এরই এক পর্যায়ে গত ৭ জুলাই শনিবার এলেঙ্গা পুরাতন ভ্যান বিক্রয়ের হাটে দুই ব্যক্তি একটি ভ্যান বিক্রি করতে যায়। ভ্যান ও দুই লোককে দেখে এলাকাবাসীর সন্দেহ হলে তারা তাদের আটক রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে কালিহাতী থানায় নিয়ে যায়। আটককৃতরা হল ঘাটাইল উপজেলার দেওপাড়া গ্রামের শাহজাহানের ছেলে আনছের আলী (১৯) ও কালিহাতী উপজেলার মাঝী পাকুটিয়া গ্রামের জাফর আলীর ছেলে মোঃ সোহাগ (১৮) । পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে আটককৃতরা ভ্যান চুরি করে ভ্যান চালককে হত্যা করে লাশ গুম করার কথা স্বীকার করে। তারা জানায় লাকড়ি আনার কথা বলে ভ্যানসহ সাইফুলকে নিয়ে যাওয়া হয়। পরে তাকে হত্যা করে লাশ বনের ভিতর ফেলে তারা ভ্যানটি নিয়ে যায় তারা। তাদের স্বীকারোক্তি মোতাবেক গতকাল শনিবার বিকালে ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের বনের ভিতরে মেগারচালা নামক স্থান থেকে ভ্যান চালক সাইফুল ইসলাম (৩৫) এর গলিত লাশ উদ্ধার করা হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ মাকসুদুল আলম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামী আনছের ও সোহাগ সাইফুলকে হত্যা করে লাশ গুম করার কথা স্বীকার করেছে। তাদের দুই জনকেই ১৬৪ ধারায় জবানবন্দী প্রদানের জন্য টাঙ্গাইল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।