Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হারা ম্যাচে প্রাপ্তি খুঁজছেন তিতে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৮, ১০:২১ পিএম

ম্যাচের ফলে অবশ্যই হতাশ তিতে। তবে রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে দ্বৈরথটি ফুটবলপ্রেমীদের জন্য ‘আনন্দদায়ক’ এক ম্যাচ হয়েও থাকছে বলে জানিয়েছেন ব্রাজিল কোচ।
শুক্রবার রাতে কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন গুঁড়িয়ে যায় ব্রাজিলের। নেইমার-কৌতিনিয়োদের সুযোগ নষ্টে হতাশ তিতে জানালেন, উপভোগ্য ম্যাচ হয়েছে কাজান অ্যারেনায়, ‘সব ধরনের কষ্টই আমি এ মুহূর্তে অনুভব করছি; কিন্তু যদি আপনি ফুটবল পছন্দ করেন, ম্যাচটা দেখে থাকেন, তাহলে এটা আপনাকে আনন্দ দিবে। আপনি যদি নিরপেক্ষ হয়ে ম্যাচটা দেখতে পারেন তাহলে আপনিও বলবেন-কী দারুণ ম্যাচ! ফুটবল ভালোবাসা যে কেউ এটাকে সুন্দর একটা ম্যাচ হিসেবে দেখবে।’
ফের্নান্দিনিয়োর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া ব্রাজিল আরও কোণঠাসা হয়ে পড়ে ৩১তম মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে। ৭৬তম মিনিটে রেনাতো আউগুস্তোর হেডে ম্যাচে ফিরলেও শেষ রক্ষা হয়নি তাদের। ম্যাচ জুড়ে একের পর এক আক্রমণ করেও বেলজিয়াম গোলরক্ষক থিবো কর্তোয়ার দেয়াল ভাঙতে না পারায় হতাশ তিতে, ‘আমি মনে করি এটা একটা দারুণ ম্যাচ ছিল। আমরা অনেক বল পজেশন, অনেক সুযোগ এ ম্যাচে পেয়েছিলাম কিন্তু সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে বেলজিয়াম আমাদের চেয়ে বেশি কার্যকর ছিল। তাদের শীর্ষ মানের খেলোয়াড় আছে এবং তারা ফিনিশিংটা ভালোভাবে করল। বেলজিয়ামের গোলরক্ষক মূল পার্থক্যটা গড়ে দিয়েছিল। এটা ছিল চমৎকার কৌশলগত মানসম্পন্ন দুটি দলের মধ্যে দারুণ একটা ম্যাচ।’
নিজের ভবিষ্যৎ নিয়ে এখনই কথা বলতে রাজি নন তিতে। স্বপ্ন গুঁড়িয়ে যাওয়া ম্যাচের ভাবনায় ডুবে থাকার কথাও ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় জানান তিনি, ‘এখনই আমি আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলব না। আমি এখনও ম্যাচটা নিয়ে ভাবছি, তাই ভবিষ্যৎ নিয়ে বলার এটা সঠিক সময় নয়। সময়ই বলে দেবে। দুই সপ্তাহ পর যখন সবকিছু স্থির হবে, তখন ঠান্ডা মাথায় এ নিয়ে আলোচনা করাটাই উত্তম।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ