Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুরআন প্রতিযোগিতায় প্রথম মোহামেদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

প্রথম কোনও মার্কিনি হিসেবে কুরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের আহমেদ বুরহান মোহামেদ। সোমালি বংশোদ্ভূত এই কিশোর হাফেজ তার দেশে সোমালিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। গত মাসে দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে তারকা বনে যান ১৭ বছর বয়সী হাফেজ মোহামেদ। শতাধিক প্রতিযোগীকে হারিয়ে শীর্ষস্থান অর্জন করা মোহামেদ বলছেন, সবার প্রশংসায় ভাসছেন তিনি। মোহামেদ বলেন, এটা প্রত্যাশার চেয়েও বেশি, আমি এমনটা আশাও করিনি। লোকজন আমাকে অনেক সম্মান করছে। এখন অনেক মানুষ যাদের সঙ্গে আমার আগে দেখা হয়নি, তারাও আমার পুরো নাম জানে। এই সপ্তাহে সোমালিয়া যাবেন মোহামেদ। সেখানে তিনি সোমালিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। মোহামেদ কুরআন প্রতিযোগিতায় প্রথম হওয়ার পর সোমালি প্রেসিডেন্ট তাকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সোমালি বংশোদ্ভূতদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে বসবাস করেন। সঠিক উচ্চারণ, কণ্ঠ এবং তেলাওয়াতে নিজস্ব স্টাইলের জন্য এই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মোহামেদ। প্রতিযোগিতায় প্রথম হয়ে একটি ট্রফি ও পুরস্কার হিসেবে ৬৮ হাজার মার্কিন ডলার জিতে নিয়েছেন মোহামেদ। তার পরবর্তী লক্ষ্য ২০২০ সালে কাতারের কুরআন প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী ৫ লাখ মার্কিন ডলার পাবেন। ডেইলি সাবাহ।



 

Show all comments
  • Mizan Ezhar ১৪ জুলাই, ২০১৮, ১১:১৭ এএম says : 0
    কুরআনের পাখি মোহামেদের জীবন হোক সুন্দর ও অমলিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুরআন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ