Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদীতে সড়ক দুর্ঘটনা লক্ষীপুরের মামা-ভাগিনা নিহত এলাকায় শোকের ছায়া

ল²ীপুর আঞ্চলিক অফিস : | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

সউদী আরবে সড়ক দুর্ঘটনায় ল²ীপুরের মামা ভাগিসহ দুই জন নিহত হয়েছে। নিহতরা হলেন জেলার কমলনগর উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের মৃত বদর আলম ছেলে মোঃ আরিফ ও তার ভাগিনা একই ইউনিয়নের মোঃ হারুনের ছেলে রুবেল। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আরিফের মামা আনোয়ার হোসেন।
এর আগে গত বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে জেদ্দা শহরে সড়ক ল²ীপুরের দুইজনসহ ৭ বাংলাদেশি নিহত হয়। এসময় আহত হয় আরো ১১ বাংলাদেশী।
নিহতের স্বজনরা জানায়, গত দেড় বছর আগে আরিফ সউদীতে যান। কয়েক মাস পর তার ভাগিনা রুবেলকে সউদীতে নিয়ে যায় আরিফ। তারা সেখানে আল হোলাইফা শহরে একই স্থানে থেকে চাকরি করতেন।
মামা আরিফ ও ভাগিনা রুবেল বুধবার আল হোলাইফা শহর থেকে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মামা আরিফ মারা যায়। গত বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ভাগিনা রুবেল। এ মর্মান্তিক দুর্ঘটনায় তাদের পরিবাব ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহতদের লাশ দ্রæত ফেরত আনতে প্রধানমন্ত্রীসহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন নিহতের পরিবার ও স্বজনরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শোক

২০ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ