বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর শহরের শঙ্করপুরে বৃহস্পতিবার মধ্যরাতের গোলাগুলিতে আকাশ (৩০) নামে যুবক নিহত হয়েছেন। তিনি যুবলীগ নেতা আরাফাত মুনাফ লিটন হত্যা মামলার আসামী। কোতয়ালি পুলিশ ভোরে অজ্ঞাত যুবক হিসেবে লাশ উদ্ধার করে। নিহত আকাশ ঘোপ বউবাজার এলাকার জনৈক কুদ্দুস ঢালির পুত্র। নিহতের বোন মিনু ঢালি ও ভগ্নিপতি সাগর হোসেন শুক্রবার সকালে যশোর জেনারেল হাসপাতাল মর্গে এসে লাশ শনাক্ত করেন। পুলিশ বলেছে, দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে সে নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং পাঁচটি বোমা উদ্ধার হয়েছে।
পুলিশ জানায়, যশোর শহরের শঙ্করপুর বাবলাতলায় দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে বলে তারা খবর পায়। সেখানে পুলিশ হাজির হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার হয়।
উল্লেখ্য, গত ২২ জুন রাতে শহরের ঘোপ সেন্ট্রাল রোডে সন্ত্রাসী আকাশসহ কয়েক যুবক যুবলীগ নেতা লিটনকে ছুরিকাঘাতে হত্যা করে। এই ঘটনায় নিহতের পরিবার থেকে সন্ত্রাসী আকাশসহ ১৫ জনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় একটি মামলা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।