মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়। স¤প্রতি প্রতিবেশী দেশ দুটি নিজেদের ভঙ্গুর সম্পর্ককে পুনরায় গড়ে তুলতে নানা পদক্ষেপ গ্রহণ করছে, যারই অংশ হিসেবে চীনের পক্ষ থেকে এ আমন্ত্রণ জানানো হলো। চীন ও জাপান প্রায়ই নিজেদের কষ্টকর ইতিহাস নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে। এর মধ্যে চীনের পক্ষ থেকেই অভিযোগ করা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও এর আগে প্রতিবেশী দেশে হস্তক্ষেপ নিয়ে ঠিকমতো ক্ষমা প্রার্থনা করেনি জাপান। এছাড়া পূর্ব চীন সাগরকে কেন্দ্র করে আঞ্চলিক দ্ব›দ্ব এবং জাপানের শান্তিবাদী সংবিধান সংশোধনে আবের প্রচেষ্টা নিয়ে চীনের সন্দেহ বিশ্বের এই দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে সম্পর্ককে অন্ধকারাচ্ছন্ন করে রেখেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।