Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারত চীনের কৌশলগত প্রতিদ্বন্দ্বী নয় : চীনের রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২২, ১০:৩৬ পিএম

বাংলাদেশে চীনের শীর্ষ কূটনীতিক লি জিমিং বলেছেন, ভারতের সাথে তার দেশের কোনো "কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা" নেই এবং চীন কোনো "ভারী সশস্ত্র" বঙ্গোপসাগর দেখতে চায় না।–ইকোনোমিক টাইমস


লি আরও বলেন, ভারত ও চীন এই অঞ্চলে এবং এর বাইরে যেকোনো অর্থনৈতিক, ভূ-রাজনৈতিক এবং অন্যান্য সমস্যা সমাধানের জন্য ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে পারে। রাষ্ট্রদূত লি কূটনৈতিক সংবাদদাতাদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ভারতকে কখনই চীনের কৌশলগত প্রতিদ্বন্দ্বী বা প্রতিদ্বন্দ্বী হিসাবেও দেখি না। তিনি বলেন, ব্যক্তিগতভাবে, আমি ভারতের একজন বড় ভক্ত। আমরা একসাথে আরও কাছাকাছি কাজ করতে পারি বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চীনা কূটনীতিকের মন্তব্য এমন এক দিন আসে, যেদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে বিদায়ী চীনা রাষ্ট্রদূত সান ওয়েডংকে জানিয়েছিলেন যে, ভারত ও চীনের মধ্যে স্বাভাবিক সম্পর্কের জন্য সীমান্ত এলাকায় শান্তি ও প্রশান্তি অপরিহার্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনের রাষ্ট্রদূত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ