মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চীনে স্বাগত জানানো হবে। তার সফর সম্ভব করতে দু’দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত আছে।
মুখপাত্র জোর দিয়ে বলেন, চীন সর্বদা প্রেসিডেন্ট সি চিন পিং কর্তৃক উত্থাপিত পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং জয়-জয় সহযোগিতার তিনটি নীতি অনুসারে চীন-মার্কিন সম্পর্ককে দেখে আসছে।
আশা করা যায় যে, যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি পোষণ করবে, সংঘাতের পরিবর্তে সংলাপের ওপর জোর দেবে, জিরোসাম গেইমের পরিবর্তে জয়-জয় সহযোগিতার ওপর অধিকার দেবে, তিনি যোগ করেন।
উল্লেখ্য, মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আগামী ৫ ফেব্রুয়ারি চীন সফরে যাবেন। সূত্র: সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।