রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের হাসরাপাড় বিল ঘেঁষে নিবিড় এক পল্লী গ্রাম ফুলদহ। এই গ্রামেরই এক হত দরিদ্র কৃষক আমজাদ হোসেনের ঘরে ২০০৯ সালের ৯ ই জানুয়ারী জন্ম হয় সোহান নামে এই ছেলেটির। মাতা শিউলী বেগম তিনিও একজন গৃহিনী। শুধু গ্রামে কেন শহরের মানুষও চায় তার বংশের ঐতিহ্য ধরে রাখতে একটি ছেলে সন্তান। ছোট বেলা থেকেই সোহানের মা বাবা তাকে খুব আদর যতেœ গড়ে তুলতে চেয়েছিল। বয়স যখন দেড় দুই হতে থাকল তখনই ধরা পড়ল সোহানের এই দুরবস্থা। প্রতিবন্ধি তো আছেই তারপরও আরেকটা রোগ মৃগী। সোহানের বাবা মার ৬ সদস্যের সংসার। নুন আনতে পান্তা ফুরায়। এর পরও ছেলের চিকিৎসার ত্রæটি করেননি। দেশের বড় বড় ডাক্তারদের চিকিৎসা সেবার পর এখন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে বিশেষজ্ঞ ডাক্তার জালাল উদ্দিনের কাছে চিকিৎসাধীন। মাসে অনেক টাকার ওষধ লাগে তার। এ টাকা জোগার করতে গিয়ে সোহানের বাবা আমজাদ হোসেন বাড়ী ভিটে ছাড়া সবই বিক্রি করেছেন। এখন শুধু মাথা গুজার ঠাই টুকু আছে। যদি কোন সুহ্রদয় ব্যক্তি সোহানের চিকিৎসার জন্য সাহায্য করতে এগিয়ে আসতে চান তবে নিজের নাম্বারে সাহায্য পাঠাতে অনুরুধ রইল।
সাহায্য পাঠানোর ঠিকানা
মোঃ আমজাদ হোসেন হিসাবনং- ১৯০৪৪ ইসলামী ব্যাংক, জামালপুর প্রধান শাখা, জামালপুর। অথবা, এম এ মান্নান হিসাবনং-১৫৩১ ইসলামী ব্যাংক তারাকান্দি শাখা, সরিষাবাড়ী জামালপুর। মোবা-০১৭৯৫-৭৩০৯৬২/০১৭১৩-৫১১৩৯৬।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।