Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিরছেন মার্সেলো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ৪:৫৯ পিএম

মার্সেলো মাঠে ফিরছেন। সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পিঠে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন তিনি। তাতে শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে খেলতে পারেন নি। ব্রাজিলের কোচ তিতে জানালেন, বেলজিয়ামের বিপক্ষে শুক্রবারের কোয়ার্টার ফাইনালে ফিরছেন এই ফুল ব্যাক। সার্বিয়ার সঙ্গে ২-০ গোলে জেতার ম্যাচে মাত্র ১০ মিনিট মাঠে ছিলেন মার্সেলো। ওই ম্যাচে ফিলিপ লুইস তার জায়গা নেয়। মেক্সিকোর বিপক্ষেও মার্সেলোর বদলে মাঠে ছিলেন লুইস। বৃহস্পতিবার কাজানে মার্সেলোর ফেরার সুখবর দিলেন তিতে, ‘স্বাস্থ্যগত কারণে মার্সেলো মাঠ ছেড়েছিল। সমস্যা থাকায় সে পরের ম্যাচে ফেরেনি। ওই দুই ম্যাচ ফিলিপ লুইস ভালো খেলেছিল। আমি তাদের দুজনের সঙ্গে কথা বলেছি।’ শেষ ষোলোতে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় বেলজিয়ামের বিপক্ষে নিষিদ্ধ কাসেমিরো। তার জায়গায় খেলবেন ম্যানসিটি মিডফিল্ডার ফের্নান্দিনিয়ো। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের নেতৃত্ব দেবেন মিরান্দা। রবের্তো মার্তিনেসের বেলজিয়ামকে নিয়ে সতর্ক এই ডিফেন্ডার, ‘বেলজিয়াম কেবল (রোমেলু) লুকাকু নয়। তারা অনেক শক্ত আগ্রাসী দল। কিন্তু প্রতিপক্ষকে থামানোর প্রধান উপায় হলো মাঠে থাকা সব খেলোয়াড়দের নিয়ে সতর্ক থাকতে হবে। কারণ তাদের বেশ কয়েকজন মানসম্পন্ন খেলোয়াড় আছে। তারা অনেক দক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ