Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রোয়েশিয়ার স্বপ্ন বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৮, ১০:১৪ পিএম | আপডেট : ১০:২৩ পিএম, ৫ জুলাই, ২০১৮

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। ১৯৯৮ সালে সেমিফাইনাল খেলে তারা। এবারও স্বপ্নে বিভোর। কোয়ার্টার ফাইনালে উঠে প্রমাণ করতে চায় বিশ্বকাপ জয়ের জন্যেই রাশিয়ায় এসেছে ক্রোয়েশিয়া। ছন্দময় ফুটবল খেলা উপহার দিয়ে তারা বিশ্বকে চমকে দিতে চায়। গ্রæপ পর্বে তিন ম্যাচ জয় এবং দ্বিতীয় রাউন্ডে ডেনমার্কের বিপক্ষে ঐতিহাসি পেনাল্টি শুট আউটে জয়, সবমিলিয়ে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ জয়ের সামর্থ্য আছে বলে মনে করেন ক্রোয়েট ফুটবলার ভিদা। তিনি জানিয়েছেন ‘সবচেয়ে গুরুত্বপ‚র্ণ ব্যাপার হচ্ছে আমরা ডেনমার্ককে হারিয়েছি। ঈশ্বর চাইলে আমরা বিশ্বকাপ ট্রফি জিততেও পারবো। জয়ের জন্যেই ম‚লত আমরা এসেছি। আমরা এখন চাপমুক্ত হয়ে খেলব। অবশ্যই আমাদের প্রধান কাজই এখন রাশিয়াকে হারানো। আমরা শেষ পর্যন্ত যেতে চাই। এখনই থেমে যাওয়ার কোনো পরিকল্পনা নেই আমাদের।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ