Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ট্যাচু অব লিবার্টির উপর ট্রাম্পবিরোধী বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ১২:০৭ এএম

: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিনে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের ওপর ট্রাম্প প্রশাসনের নেওয়া কঠোর পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেফতার হয়েছেন এক কৃষ্ণাঙ্গ নারী। বুধবার স্ট্যাচু অব লিবার্টির উপর উঠে বিক্ষোভ করার সময় তাকে গ্রেফতার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে। স¤প্রতি ট্রাম্প প্রশাসনের ‘জিরো টলারেন্স নীতি’র আওতায় অবৈধ অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে শুরু হওয়া আটক অভিযান ও মামলার জেরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয় দুই হাজারেরও বেশি শিশু। শিশুরা আইনের চোখে অপরাধী না হওয়ায় তাদেরকে আটক মা-বাবার কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়। মার্কিন অভিবাসন কর্মকর্তারা বলেছেন, ৫ মে থেকে ৯ জুন পর্যন্ত ২ হাজার ২০৬ জন বাবা-মার কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে ২ হাজার ৩৪২ জন শিশুকে। চাপের মুখে বিচ্ছিন্নকরণ ঠেকাতে ‘পরিবারকে একত্রিত রাখা’র এক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। তবে সেই আদেশেও ইতোমধ্যে বিচ্ছিন্ন হওয়া এই দুই সহস্রাধিক শিশুর ব্যাপারে কিছু বলা হয়নি। এ পরিস্থিতিতে ২৬ জুন সান ডিয়াগোর ফেডারেল বিচারক ডানা সাবরাও ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দেন ৫ বছরের কম বয়সী সন্তানদের আগামী ১৪ দিনের মধ্যে আর তার চেয়ে বড় শিশুদের ৩০ দিনের মধ্যে মা-বাবার সঙ্গে একত্রিত করতে হবে। শিশুদের একত্রিত করার প্রক্রিয়া চলমান থাকলেও প্রাপ্তবয়স্ক অভিবাসনপ্রত্যাশীদের ওপর কঠোর পদক্ষেপ এখনও বজায় আছে। বুধবার ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এদিন দুপুরের দিকে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্ট্যাচু অব লিবার্টির ভিত্তির উপরে উঠে দাঁড়ান এক নারী। মাটি থেকে স্তম্ভটির ভিত্তির উচ্চতা ৩০ মিটার। সিএনএন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ