Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২ বছর পর লাশ উত্তোলন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ১২:০৭ এএম

পাকুন্দিয়া উপজেলার চরকাওনা বারঘর গ্রাম থেকে বুধবার বিকেলে আদালতের নির্দেশে দুই বছর পর কবর থেকে এক শ্রমিকের লাশ উত্তোলন করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.হাফিজুর রহমান এর উপস্থিতিতে এ লাশ উত্তোলণ করা হয়।
২০১৬ সালের ১৪ অক্টোবর নিহতের পিতা ছায়াম উদ্দিন কিশোরগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মৃত কুদরত আলীর ছেলে ফিরোজ মিয়াকে আসামি করে একটি মামলা দায়ের করেন। প্রেক্ষিতে সম্প্রতি আদালত নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন।
ওই মামলা সূত্রে জানা গেছে, উপজেলার চরটেকী গ্রামের ছায়াম উদ্দিনের ছেলে শ্রমিক সিরাজ মিয়া একই গ্রামের মৃত কুদরত আলীর ছেলে ফিরোজ মিয়ার সঙ্গে পাশর্^বর্তী গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ট্রাকের হেলপার হিসেবে কাজ করত। একদিন ফিরোজ মিয়া ও সিরাজ মিয়ার সঙ্গে বেতনের টাকা ভাগ ভাটোয়ারা নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় ফিরোজ মিয়া ক্ষিপ্ত হয়ে ট্রাকে থাকা শাবল দিয়ে সিরাজের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ