Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার পৌরসভা নির্বাচন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

কক্সবাজার ব্যুরো : | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 কক্সবাজার পৌরসভা নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা নির্বাচন অফিস। গতকাল প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেয়া হয়। মেয়র পদে নাগরিক কমিটি মনোনীত বর্তমান মেয়র সরওয়ার কামাল পেয়েছেন পছন্দের ‘নারিকেল গাছ’ প্রতীক। দলীয় প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান নৌকা, জেলা শ্রমিক দলের সভাপতি পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম ধানের শীষ জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার লাঙ্গল, ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর সভাপতি মাওলানা জাহেদুর রহমানকে ‘হাতপাখা’ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রথমে মেয়র পদের প্রার্থীদের প্রতীক দেয়া হয়। এরপর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. মোজাম্মেল হোসেন। এ সময় সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, দলীয় ও স্বতন্ত্রপ্রার্থী ৫ মেয়র ও সংরক্ষিত ৪টি মহিলা আসনে ১৬ জন, সাধারণ ১২টি ওয়ার্ডে ৮৪ জন কাউন্সিলরসহ মোট ১০৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছিল। গত মঙ্গলবার ১৫ কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। উল্লেখ্য, আগামী ২৫ জুলাই পৌরসভার ১২টি ওয়ার্ডেও ৩৯ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার

১ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ