Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিন্ন ঘরানার গায়ক ধ্রব গুহর নতুন গান ও ভিডিও

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

 বাংলা গানে নিজস্ব মেলোডির সংমিশ্রণে এবং মিউিজিক ভিডিও’র নতুনত্বের জন্য সঙ্গীতশিল্পী ধ্রæবগুহ একটি নিজস্ব ধারা সৃষ্টি করেছেন। প্রথম গান ‘শুধু তোমার জন্য’র গায়কীতে তার নিজস্ব ঢঙের কারণেই জায়গা করে নিয়েছেন শ্রোতাদের হৃদয়। পেয়েছেন তারকা খ্যাতি। এরপর থেকেই বেড়ে যায় গানের প্রতি তার দায়িত্ববোধ। তার চিন্তা-চেতনা আর মনন জুড়েই বাংলা গান। চেষ্টা করছেন বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরার। গানের পৃষ্ঠপোশকতার পাশাপাশি নিজেও গেয়ে যাচ্ছেন সমান তালে। নিয়ম করেই বের করছেন নিজের গান। তার প্রতিটি গানের ভিডিওতেই থাকে নানা চমক। প্রায় বছরখানেক বিরতি দিয়ে প্রকাশ করতে যাচ্ছেন নিজের নতুন গান ও মিউজিক ভিডিও। গানের শিরোনাম ‘তোমার ইচ্ছে হলে’। আহমেদ রিজভী’র কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। কলকাতার ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান টিভিওয়ালা মিডিয়ার ব্যানারে গানটির ভিডিও নির্মান করেছেন পরিচালক অরিত্র কর্মকার। কলকাতার বিভিন্ন মনোরম লোকেশনেই চিত্রায়ন করা হয়েছে গানটির। গানের ভিডিওতে মডেল হয়েছেন ভারতের বাংলা ও হিন্দি সিনেমার চেনামুখ অভিনেত্রী মোনালিসা। ভারতের অন্যতম বড় রিয়েলিটি শো ‘বিগবস’ দিয়ে আলোচনায় আসেন তিনি। অজয় দেবগণ ও সুনীল সেট্টির সাথে ‘বø্যাকমেল’ সিনেমায় মুল চরিত্রে অভিনয় করেও প্রশংসা পান এই অভিনেত্রী। প্রথমবারের মতো বাংলাদেশের কোন প্রডাকশনে কাজ করলেন তিনি। তার সাথে ভিডিওতে আছেন ধ্রæব গুহ এবং কলকাতার টিভি সিরিয়ালের দুই জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা ভট্টাচার্য এবং রেমো কে। আরও আছেন শাশ্বতী মজুমদার, সুজিত বিশ্বাস। ধ্রæব বলেন, ‘আমি তাড়াহুড়ো পছন্দ করি না। তাই একটু সময় নিয়েই নিজের কাজটি করতে চাই। যে কারণে একটু বেশি অপেক্ষা করতে হয়েছে আমার ভক্ত শ্রোতাদের। গানটি অসাধারণ মেলোডিয়াস, হৃদয়কাড়া সুর। আর ভিডিওতেও নতুনত্ব আনতে চেষ্টা করেছি। দর্শক-শ্রোতার কথা চিন্তা করেই ভিডিওটি নির্মান করা হয়েছে। তবে সবার আগে গান। আমার নতুন এই গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে, পাশাপাশি ভিডিওটিও দর্শকদের বিনোদনের মাত্রা বাড়াবে বলে আমার বিশ্বাস। ডিএমএস সুত্রে জানা যায়, আগামী ১৯ জুলাই তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ‘তোমার ইচ্ছে হলে’ গানটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ