Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আজারবাইজান ও উ.সাইপ্রাস সফরে যাচ্ছেন এরদোগান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান ২৪ জুনের নির্বাচনে বিজয়ী হওয়ার পর তার প্রথম বিদেশ সফরে উত্তর সাইপ্রাস এবং আজারবাইজান সফর করবেন। আগামী ১০ জুলাই এই দুই দেশ সফর করবেন এরদোগান। সফরে তিনি উত্তর সাইপ্রাসের প্রেসিডেন্ট মোস্তফা আকিনি এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে। আসছে ৮ জুলাই নতুন নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন এরদোগান। শপথ গ্রহণের দুই দিন পরেই দেশ দুটি সফরে যাচ্ছেন তিনি। প্রতিটি নির্বাচনের পর দেশটিতে সফরে যাওয়া তুর্কি প্রেসিডেন্টদের একটি ঐতিহ্য। নির্বাচনে জয় লাভের পর এরদোগান এক বিবৃতিতে বলেছিলেন, ‘আমি প্রথমবারের মত যখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলাম, তখনো আমি প্রথম বিদেশ সফরে আজারবাইজানে গিয়েছিলাম। ডেইলি সাবাহ নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ