মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
থাইল্যান্ডে গুহায় ৯ দিন ধরে আটকে পড়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে কয়েক মাস লেগে যেতে পারে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, শিশুদের জীবিত পাওয়া গেছে। কিন্তু গুহা থেকে বের করে আনতে হলে শিশুদের সাঁতার শিখতে হবে অথবা বন্যার মওসুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে তাদের উদ্ধার করা হয়েছে বলে খবর প্রকাশ করে বিভিন্ন দেশি-বিদেশি সংবামাধ্যম। পরে জানা যায় যে, উদ্ধারের খবরটি সঠিক নয়। প্রায় ১০ দিন আগে আটকে পড়া এসব ফুটবলারের বয়স ১১-১৬ এর মধ্যে। তাদের কোচের বয়স ২৫ বছর। বন্যার পানির কারণে তাদের উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। তবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তারা সবাই জীবিত আছে। মঙ্গলবার তাদের খাবার ও প্যারাসিট্যামল ও উচ্চমাত্রার ক্যালরিসহ ওষুধ পাঠানো হয়েছে। থাইল্যান্ড আর্মড ফোর্স-এর নেভি ক্যাপ্টেন জানিয়েছেন, আমরা আরও চার মাসের খাবার পাঠানোর প্রস্তুতি নেব। পানি সরিয়ে নেয়ার পাশাপাশি ফুটবলারদের বের করে আনতে প্রশিক্ষণ দেয়ারও প্রস্তুতি নেয়া হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সোমবার আটকে পড়া শিশুদের জীবিত বলে সন্ধান পাওয়া গেছে। উদ্ধারকর্মীরা এখন পানি বাড়িয়ে তাদের খাবার সরবরাহের চেষ্টা করছেন। সেনাবাহিনীর মতে, আটকে পড়াদের জন্য অন্তত ছয় মাসের খাবার পাঠাতে হবে। থাইল্যান্ডের উত্তরাঞ্চলের চিয়াং রাই এলাকায় নিয়মিত বন্যা হয়। সাধারণ সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত বন্যা স্থায়ী হয়। এর আগে যদি শিশুদের বের হয়ে আসতে হয় তাহলে তাদের সাঁতার শিখতে হবে। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন, অনভিজ্ঞ সাঁতারুদের কর্দমাক্ত ও অন্ধকারে সাঁতরে বের হয়ে আসাটা বিপজ্জনক হতে পারে। সেনাবাহিনী জানিয়েছে, পানি কমানোর উদ্যোগ সফল হয়নি। ফলে যদি শিশুরা বন্যা কমে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করে তাহলে সেখানে তাদের কয়েক মাস থাকতে হবে। বিবিসি, টেলিগ্রাফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।