Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুর সিটিতে স্থগিত ৮ কেন্দ্রের ভোট ১৯ জুলাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৮, ১২:০৪ এএম

 বিভিন্ন অনিয়মের কারণে বন্ধ রাখা গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৮টি কেন্দ্রে ১৯ জুলাই পুনরায় ভোটগ্রহণ হবে। এ সংক্রান্ত নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত চিঠি গতকাল সোমবার গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। ইসির যুগ্ম-সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, সেখানে ৯টি কেন্দ্রের ভোট বন্ধ থাকলেও বাকি কেন্দ্রের ভোটে কাউন্সিলরসহ অন্যান্য প্রার্থীদের ফলাফল নির্ধারণ হয়ে যাওয়ায় একটি কেন্দ্রে নির্বাচনের প্রয়োজন হবে না। এজন্য ৮টি কেন্দ্রে ভোট হবে। কেন্দ্রগুলো হলো, ৯ নম্বর ওয়ার্ডের এম ই এইচ আরিফ কলেজ (৬১ নম্বর কেন্দ্র), ১৫ নম্বর ওয়ার্ডের ভোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১ (৯৮ নম্বর কেন্দ্র), ৪২ নম্বর ওয়ার্ডের বিন্দান সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৭৪ নম্বর কেন্দ্র), ৪৮ নম্বর ওয়ার্ডের জাহান পাবলিক দত্তপাড়া কেন্দ্র (৩৪২ নম্বর কেন্দ্র), ৫১ নম্বর ওয়ার্ডের খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়ের দুটি কেন্দ্রে (৩৭২, ৩৭৩ নম্বর কেন্দ্র), হাজী পিয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৮১ নম্বর কেন্দ্র), কুনিয়া হাজী আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়-১ (২৪৩ নম্বর কেন্দ্র), কুনিয়া হাজী আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়-২ (২৪৪ নম্বর কেন্দ্র)। ৯ নম্বর ওয়ার্ডের এম ই এইচ আরিফ কলেজ (৬১ নম্বর কেন্দ্র), ১৫ নম্বর ওয়ার্ডের গাজীপুরের ভোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১ (৯৮ নম্বর কেন্দ্র), ৪২ নম্বর ওয়ার্ডের বিন্দান সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৭৪ নম্বর কেন্দ্র), ৪৮ নম্বর ওয়ার্ডের জাহান পাবলিক দত্তপাড়া কেন্দ্র (৩৪২ নম্বর কেন্দ্র), ৫১ নম্বর ওয়ার্ডের খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়ের দুটি কেন্দ্রে (৩৭২, ৩৭৩ নম্বর কেন্দ্র), ৫৪ নম্বর ওয়ার্ডের টঙ্গীর দক্ষিণ আউচপাড়ার হাজী কাসিম উদ্দিন বিএম এন্ড কমার্স কলেজ কেন্দ্র (৩৮৯ নম্বর কেন্দ্র)। এ সব কেন্দ্রের ভোটার সংখ্যা ২৩ হাজার ৯৩৫।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজীপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ