বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোটা বিরোধী আন্দোলনকারী ছাত্রনেতাদের উপর হামলা তীব্র নিন্দা জানিয়েছে একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নের্তৃত্বাধীন যুক্তফ্রন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মেলনরত ছাত্রদের উপর হামলার নিন্দা করে যুক্তফ্রন্ট নেতারা বলেছেন, সব ছাত্রই আমাদের সন্তান। তাদের প্রতি সহানুভুতিশীল হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সুতরাং তাদের প্রতি নিষ্ঠুরতা আমাদের কাম্য নয়। যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার সভাপতি সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আ.স.ম আবদুর রব এবং নাগরিক ঐক্যের আহŸায়ক মাহমুদুর রহমান মান্না গতকাল এক যুক্ত বিবৃতিতে এসব কথা বলেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শনিবারের ঘটনার কথা জেনে আমরা দেশের ভবিষ্যৎ সম্পর্কে শংকিত না হয়ে পারি না। তারা বলেন, ক্ষমতার দর্পে অথবা অহংকারে যারা এ ধরণের কাজ করে তারা ভুলে যায় যে, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।