বাড়িতেই ফাইনাল দেখবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট কাতারে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে কাতারে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তিনি জানান, আজ
আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্রান্স। এই ম্যাচ দিয়েই ফ্রান্সের কোচ হিসেবে রেকর্ড গড়েন দিদিয়ের দেশম। দেশের হয়ে এটি ছিল তার রেকর্ড ৮০তম ম্যাচ।
এমন দিনটা কি দারুণভাবেই না রাঙিয়ে রাখলেন দেশম। খেলোয়াড় হিসেবে দেশের হয়ে জিতেছেন ১৯৯৮ বিশ্বকাপ। এবার কোচ হিসেবেও তার সামনে বিশ্বকাপ জয়ের সুযোগ। বিশেষ করে এই ম্যাচ শেষে অন্তঃত বলা যায় স্বপ্নীল এই রেকর্ডের পথে ভালোভাবেই আছেন ৪৯ বছর বয়সী।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি কোন কিছুকেই ভয় পাই না। এটা আমার ক্যারিয়ারের শুরু থেকেই। রেফারি যতক্ষণ না পর্যন্ত শেষ বাঁশি বাজান ততক্ষণ যে কোন কিছুই ঘটতে পারে। যখন আর্জেন্টিনা দ্বিতীয় গোল করে তখনও আমি ভীত হয়নি।’
দলের খেলোয়াড়দের প্রসংশা করে দেশম বলেন, ‘এই দলের মানষিকতা অসাধারণ। এবং পরের পর্বের জন্য আমরা সবকিছুই করেছি। আমি তাদের নিয়ে খুশি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।