বাড়িতেই ফাইনাল দেখবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট কাতারে
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে কাতারে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তিনি জানান, আজ
আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ফরাসিদের জয়ের নায়ক ১৯ বছর বয়সী তারকা কিলিয়ান এবমাপে। ব্রাজিল কিংবদন্তি পেলের পর বিশ্বকাপের নক-আউট পর্বে ম্যাচে জোড়া গোল করলেন তিনি।
চার মিনিটের ব্যবধানে করা তার জোড়া গোলেই ৪-২ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। এরপর আর ঘুঁড়ে দাঁড়াতে পারেনি আর্জেন্টিনা। যোগ করা সময়ে আগুয়েরোর গোল কেবল পরাজয়ের ব্যবধানই কমায়। ম্যাচ শেষে এমবাপে অনুভুতি প্রকাশে পেলের কথা স্বরণ করে বলেন , ‘পেলের পর দ্বিতীয় টিনএজার হিসেবে পরিগণিত হতে পেরে আমি খুশি। পেলে আলাগা জগতের, তবে এমন মানুষের পাশে বসতে পারাটা দারুণ।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।