Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি মারা গেলে তুমি আরেকটা বিয়ে করো -মৌসুমী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৮, ১২:১১ এএম | আপডেট : ১২:২২ এএম, ১ জুলাই, ২০১৮

তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী বেশ সুখে আছেন। দুই সন্তান নিয়ে তাদের সুখের সংসার। তবে তারা একে অপরকে নিয়ে এক অন্যরকম কথা বললেন। সম্প্রতি একটি চ্যানেলে প্রচারিত আয়োজনে সেলিব্রিটি ক্যাফে নামের একটি অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, ওমর সানী যেন কম কথা বলেন। এখন যেমন আছেন তেমন থাকতে। আর আমি মারা গেলে যেন আরেকটা বিয়ে করেন। কারণ সানী একা থাকতে পারে না। স্ত্রীর উদ্দেশে সানি বলেন, আমি যদি মরে যাই তুমি বিয়ে করো না। আমাকে টেনশনে রাখবে না। রাত জাগবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। এছাড়া অভিনয় ও ব্যক্তি জীবনের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেন দুই তারকা। অনুষ্ঠান শেষে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার বিখ্যাত গান ‘ও আমার বন্ধু গো’ গেয়ে ওঠেন দুই তারকা। স্মরণ করেন সালমান শাহকে। উল্লেখ্য, ১৯৯৫ সালের ২ আগস্ট এই তারকা জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ছেলে ফারদিন ও মেয়ে ফাইজাকে নিয়ে তাদের সংসার। দুজনে জুটি বেঁধে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। দোলা চলচ্চিত্রে অভিনয় করার সময় ওমর সানী ও মৌসুমীর পরিচয়।



 

Show all comments
  • MD.MONIR HOSSEN = ROWMARI - SHOULMARI ১ জুলাই, ২০১৮, ৪:১০ পিএম says : 0
    aksonge jen moron hoy
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৌসুমী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ