Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিপজল কন্যা ওলিজার বিবাহোত্তর সংর্বধনা সম্পন্ন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৮, ১২:০২ এএম

গত বুধবার ছিল মুভিলর্ড খ্যাত ডিপজলের একমাত্র মেয়ে ওলিজা মনোয়ারের মেহেদি সন্ধ্যা। এর পরদিন হয়েছে বিবাহোত্তর সংবর্ধনা। মেহেদি সন্ধ্যায় ডিপজল নিজের মেয়ের হাতে মেহেদি পরিয়ে দেন। মেয়ের নতুন জীবনের জন্য সবার কাছে তিনি দোয়া চেয়েছেন। ডিপজল বলেন, আমার মেয়েকে আমি অনেক বেশি ভালোবাসি। নিজের চোখের সামনে রেখে সব সময় বড় করেছি। লন্ডনে যখন পড়তে গেল, তখন নিজের মধ্যে একটা অস্থিরতা কাজ করত। আজ সে আমাকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। এটাতে আরো বেশি কষ্ট হচ্ছে, আবার এর মধ্যে একটা আনন্দও আছে। মেয়েকে তো ছোটবেলায় অনেক সাজিয়েছি। নিজের হাতে মেহেদি পরিয়ে দেওয়ার সময় মনে হয়েছে, মেয়েটি এখনো সেই ছোটটিই রয়ে গেছে। সবাই আমার মেয়ের নতুন জীবনের জন্য দোয়া করবেন। ঢাকার ব্যবসায়ী ওবায়দুর রহমান অর্পনের সঙ্গে গত ১৯ জুন অনাড়ম্বর পরিবেশে ওলিজার বিয়ে স¤পন্ন হয়। ২৪ জুন ধানমন্ডির একটি হোটেলে হয় গায়ে হলুদের অনুষ্ঠান। মেয়ের স্বামীকে নিয়ে ডিপজল বলেন, ওবায়দুর রহমান অর্পন অনেক ভালো একটি ছেলে, আমরা পারিবারিকভাবেই বিয়ের আয়োজন করেছি। ছেলে ঢাকায় ব্যবসা করে। আমাদের দুই পরিবারের মধ্যে এরই মধ্যে সুন্দর একটা স¤পর্ক হয়েছে। আশা করি, সারাজীবন এভাবেই কাটবে ওলিজা- অর্পনের জীবন। আমাকে সবাই অনেক ভালোবাসা দিয়েছেন। আপনাদের দোয়ায় আমি সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবন পরিচালনা করছি। আপনাদের দোয়া নিয়ে আমার মেয়েও সুখী জীবন কাটাবে ইনশাআলল্লাহ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিপজল

১৭ সেপ্টেম্বর, ২০২২
৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ