Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে পুকুর থেকে নিখোঁজ মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ২:৫৩ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একদিন আগে নিখোঁজ এক মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিহত আনিছুর রহমান তুলার বাড়ি উপজেলার দেউপুর এলাকায়। তিনি স্থানীয় গোহালিয়াবাড়ী ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।

কালিহাতী থানার ওসি মীর মোশাররফ হোসেন জানান, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য লিয়াকত আলীর ছোট ভাই আনিছুরের লাশ দেউপুর এলাকার একটি পুকুর থেকে বৃহম্পতিবার সন্ধ্যায় উদ্ধার করা হয়।

ওসি বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাজারের যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন আনিছুর। বাড়ির লোক বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার হদিস পায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয়রা হাত-পা বাঁধা অবস্থায় আনিছুরের লাশ পুকুরে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসাপতাল মর্গে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “নিহতের শরীরে ইটবোঝাই বস্তা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে হত্যার পর লাশ গুম করার জন্য পুকুরে ফেলে দেওয়া হয়েছে।”

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

হত্যাকাণ্ডের কারণ জানতে চাইলে লিয়াকত আলী বলেন,“আমার ভাইয়ের সঙ্গে কারো বিরোধ ছিল না। শুধুমাত্র আমাকে মানসিক ভাবে দুর্বল করতে তাকে হত্যা করা হয়েছে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ