Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবার আগে জাহানারা

নারী ক্রিকেটে ৫ উইকেট

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০১ এএম

ইয়র্কার ডেলিভারিতে উড়ল ইসোবেল জয়েসের বেলস। আনন্দ চিৎকার করে জাহানারা আলম মেতে উঠলেন বাঁধভাঙা উল্লাসে। সেই উইকেটেই যে পূরণ হলো তার ৫ উইকেট! নিজের ক্যারিয়ারে প্রথম তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেই এটি বাংলাদেশের মেয়েদের প্রথম ৫ উইকেট! আয়ারল্যান্ড সফরে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন জাহানারা। গতকাল ডাবলিনে বাংলাদেশের সেরা পেসার ৫ উইকেট নিয়েছেন ২৮ রানে।
টস হেরে আগে ব্যাটিংয়ে নামা আইরিশ মেয়েরা ২০ ওভারে তুলেছে ৮ উইকেটে ১৩৪ রান। ক্লেয়ার শিলিংটনকে এলবিডবিøউ করে ম্যাচের প্রথম ওভারেই প্রথম শিকার ধরেন জাহানারা। নিজের পরের ওভারের প্রথম বলে ফেরান সিসিলিয়া জয়েসকে। ২ ওভারের প্রথম স্পেলে ১৩ রানে উইকেট ছিল দুটি। শেষ স্পেলে বোলিংয়ে ফেরেন ১৭তম ওভারে। এবার এক ওভারেই নেন কিম গার্থ ও আইমিয়ার রিচার্ডসনের উইকেট। নিজের শেষ ওভারের প্রথম বলে ইসোবেল জয়েসের ব্যাটের কানায় লেগে হয় বাউন্ডারি। পরের বলেই বাংলাদেশের সামনে মূল বাধা হয়ে থাকা ইসোবেলকে বোল্ড করেন ৪১ রানে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এর আগে ৪ উইকেট ছিল কেবল একজনেরই। ২০১২ এশিয়া কাপে গুয়াংজুতে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন সালমা খাতুন। ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড রুমানা আহমেদের। ২০১৩ সালেই ভারতের বিপক্ষে আহমেদাবাদে ৪ উইকেট নিয়েছিলেন ২০ রানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাহানারা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ