Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপ উপলক্ষ্যে দাম কমল ওয়ালটন টিভির

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০৩ এএম

চলছে দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ- ফুটবল বিশ্বকাপ। এরইমধ্যে রোমাঞ্চকর হয়ে উঠেছে এবারের আসর। বন্ধু-বান্ধব কিম্বা পরিবার পরিজনসহ ঘরে বসে মাঠের আনন্দ উপেভোগ করতে সবাই ছুটছেন টেলিভিশন শোরুমে। এতে করে সারা দেশে ব্যাপহারে চাহিদা ও বিক্রি বেড়েছ টেলিভিশনের। উপলক্ষ্যকে ঘিরে এ পর্যন্ত টিভি বিক্রিতে শীর্ষে রয়েছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। বিক্রি বেড়ে যাওয়ায় কারখানায় উৎপাদনও বাড়ানো হয়েছে। ফলে পণ্যপিছু উৎপাদন ব্যয় কমছে। এ কারণে টিভির দাম আবারো কমালো ওয়ালটন।
ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে এর আগেও তারা টিভির দাম ৫ হাজার টাকা পর্যন্ত কমিয়েছে। কিন্তু ঈদের পর হঠাৎ করেই টিভি বিক্রি বেড়েছে আশাতীত। ফলে কারখানায় বাড়ানো হয়েছে উৎপাদন। যে কারণে একক প্রতি পণ্যের উৎপাদন ব্যয় কিছুটা কমেছে। যার সুফল গ্রাহক পর্যায়ে পৌঁছে দিতে আবারো টেলিভিশনের দাম কমানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ