পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদ জানিয়েছে, সামরিক উপায়ে ইয়েমেন সঙ্কটের অবসান হবে না বরং আলোচনার মাধ্যমে টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিত্সও উপস্থিত ছিলেন। ইউরোপ ইয়েমেনে সংঘর্ষরত সব পক্ষের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে এবং যুদ্ধবিধ্বস্ত ওই দেশটিতে মানবিক ত্রাণ পৌঁছে দেয়াসহ শান্তি প্রতিষ্ঠায় আরো ভূমিকা রাখতে তারা প্রস্তুত বলে জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীরা আরও বলেছেন, ইয়েমেনের সব পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমেই কেবল ওই দেশটিতে শান্তি ফিরিয়ে আনা সম্ভব। ইউরোপীয় ইউনিয়ন রাজনৈতিক উপায়ে ইয়েমেন সঙ্কট সমাধানের ওপর গুরুত্বারোপ করলেও ইউরোপের কোনো কোনো দেশ সউদী আরবের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে। এ দেশগুলো সউদী আরবের সঙ্গে কোটি কোটি ডলার মূল্যের অস্ত্র চুক্তি করায় ইউরোপ ও আন্তর্জাতিক সমাজের ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে। ব্রিটেন ও জার্মানি সউদী আরবের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রাখায় ইয়েমেনে মানবিক সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। সউদী আরব ও আমিরাতের কাছে ব্রিটেন কোটি কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে আবার ইয়েমেন সঙ্কট সমাধানে রাজনৈতিক প্রচেষ্টার প্রতিও সমর্থন দিচ্ছে যা দ্বিমুখী নীতির পরিচায়ক। এএফপি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।