রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজারে শিউলী আক্তার (২১) নামের এক নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী গ্রাম থেকে এই লাশটি উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামের গিয়াস উদ্দিনের দ্বিতীয় স্ত্রী।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) রফিউদ্দৌলা জানান, মাত্র দেড় মাস আগে কুমিল্লা এলাকার শিউলীর আড়াইহাজরের মারুয়াদী এলাকার গিয়াস উদ্দিনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে অশান্তি দেখা দেয়। এর জের ধরে বুধবার রাতে সে সকলের অজান্তে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। বৃহস্পতিবার সকালে দরজা না খুললে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। গিয়াস উদ্দিনের আগে একটি স্ত্রী রয়েছে। শিউলী তা দ্বিতীয় স্ত্রী। আড়াইহাজার থানার ওসি এম এ হক বলেন, ময়না তদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।