রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়মনসিংহের ঈশ^রগঞ্জের উচাখিলা স্কুল এন্ড কলেজের এমএলএসএস নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করা হয়েছে। গত বুধবার বিকেলে উচাখিলা বাজারে নিয়োগ প্রক্রিয়াটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সবাবেশ করা হয়। জানা যায়, উপজেলার উচাখিলা স্কুল এন্ড কলেজের স্কুল শাখার জন্য এমএলসএস পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ১০জন প্রার্থী আবেদন করেন। গত ১৯ জুন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় নিয়োগ পরীক্ষা। পরীক্ষায় হারুন অর রশিদ প্রথম হওয়ায় তাকে ওই পদে নিয়োগ প্রদানের জন্য সুপারিশ করা হয়। হারুন অর রশিদ গত প্রায় তিন বছর ধরে মাস্টার রোলে দৈনিক ১০০ টাকা সম্মানি ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন। ওই দিন নিয়োগ কমিটির সদস্যরা কোনো আপত্তি না তুলে স্বাক্ষর করেন। কিন্তু গত বুধবার কমিটির সভায় আপত্তি তোলেন সদস্য আনোয়ারুল হাসান খান সেলিম, মুক্তিযোদ্ধা আবুল কাশেম। তারা নিয়োগ প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবি জানায়। পরে বুধবার বিকেলে উচাখিলা বাজারে চতুর্থ শ্রেণির কর্মচারি নিয়োগে কারচুপির অভিযোগ তুলে উচাখিলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও এক শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন তারা। তবে উচাখিলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিমের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।’ ঈশ^রগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নিয়োগ কমিটির আহŸায়ক মাহমুদ হাসান সুমন বলেন, নিয়মের মধ্যে স্বচ্ছ ভাবে সব করা হয়েছে। কোনো ধরনের কারচুপি কেউ করেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।