Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হত্যার জন্যই অপহরণ কিশোর অন্তরকে

ফরিদপুর জেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ১২:০১ এএম

 অপহরণের ২০ দিন পর ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমায় স্কুলছাত্র অন্তরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ। অপহরনকারীদের চাহিদামত ১ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপন দিয়েও ছেলেকে জীবিত ফেরত পেলেন না হতভাগ্য মা পেলেন ছেলের অর্ধ গলিত লাশ। গত ৭ জুন রাতে তারাবির নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয় অন্তর। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের পাগলাপাড়া প্রামের রাস্তার পাশের খাদের মধ্যে মাটি চাপাদেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। অন্তর উপজেলার তালমা নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ।
ফরিদপুরের পুলিশ সুপার জাকির হোসেন খান গনমাধ্যমকে বলেন, গত মঙ্গলবার বিকালে অন্তর অপহরনের সাথে জড়িত থাকার অভিযোগে মাহাবুব আলম নামের একজনকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জানান অন্তরকে ৭ জুন রাতেই গলায় গামছা পেচিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশের খাদের মধ্যে মাটি চাপা দেয়া হয়েছে। এ ঘটনায় একটি অপহরণ মামলা করা হয়। পুলিশ বিভিন্ন সময়ে তিনজনকে গ্রেফতার করে। এর মধ্যে খোকন নামের একজনের সঙ্গে অন্তরদের পারিবারিক বিরোধ ছিল এবং অন্তরদের এলাকার এক নারীর সাথে খোকনের পরকীয়া ছিল ঐ নারীর সাথে অবৈধ মেলামেশারত অবস্থায় অন্তর দেখে ফেলে। আর এক আসামির মেয়ের সাথে অন্তরের প্রেমের সম্পর্ক ছিল। মূলত এ দুটি বিষয়কে কেন্দ্র করেই অন্তরকে হত্যা করা হয়েছে বলে পুলিশ আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সূত্রে জানতে পেরেছে।’ নগরকান্দা উপজেলাচেয়ারম্যান মৈয়দ শাহিনুজ্জামান শাহিন, সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল এফ এম মহিউদ্দীন, নগরকান্দা থানার ওসি সৈয়দ লুৎফর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে গতকাল বুধবার সকালে নিহত অন্তরের স্বজন ও এলাকার বিক্ষুব্ধ জনতা আসামীদের ৮/১০ টি বাড়ীতে অগ্নিসংযোগ করে এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপহরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ