Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্জেটিনার বিশ্বকাপ শুরু এখন থেকেই!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৮, ১০:৪৫ পিএম

রাশিয়া বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করতে পারেনি দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে তৃতীয় ম্যাচে এসে ঠিকই ঘুরে দাঁড়ায় লিওনেল মেসি’র দল। আগের দু’খেলায় অনুজ্জ্বল থাকলেও মঙ্গলবার রাতে ‘ডি’ গ্রæপে নিজেদের শেষ ও বাঁচা-মরার ম্যাচে যেন দেখা যায় অন্য এক আর্জেন্টিনাকে। এ ম্যাচে আফ্রিকান সুপার ঈগল খ্যাত নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোল’র টিকিট কাটে আর্জেন্টাইনরা। দলের হয়ে অধিনায়ক মেসি চমৎকার গোলের সূচনা করলেও জয় আসে ডিফেন্ডার মার্কোস রোহোর পা থেকেই। তার অসাধারণ গোলেই নক আউট পর্ব নিশ্চিত করায় স্বস্তি ফিরে আসে আর্জেন্টিনা শিবিরে। ম্যাচের ৮৬ মিনিটে মারকাদোর এসিস্ট থেকে দূর পাল্লা শটে দুর্দান্ত এক গোল করেন রোহো। শ্বাসরুদ্ধকর এই জয়ের পর মার্কোস রোহো মনে করেন,এখন থেকেই মূলত শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, দ্বিতীয় পর্ব থেকেই শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ। রোহো বলেন,‘ক্রোয়েশিয়ার বিপক্ষে হারার পর, নাইজেরিয়া ম্যাচের জয়টি আমাদের খুব বেশি প্রয়োজন ছিল। এখন থেকেই আমাদের বিশ্বকাপ শুরু হলো। আমার নিজের বিশ্বাস ছিল যে আমি পারবো গোল করতে। মেসিও আমাকে সাহস দিয়েছিল যে সুযোগ পেলে যাতে গোলে শট নিয়ে নেই। অসাধারণ এক জয়। তাই বলছি এখনই সবকিছুর শুরু হল।’ গ্রæপ পর্বে তুলনামূলক সহজই ছিল আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ। তবুও মেসিদের হোঁচট খেতে হয়েছে দু’ম্যাচে। দ্বিতীয় পর্বে শেষ আটে ওঠার পথে আর্জেন্টিনার প্রতিপক্ষ এবারের আসরের অন্যতম শক্তিশালী দল ফ্রান্স। এখন আর পেছন ফিরে তাকানোর কোন সুযোগ নেই। তাই সত্যিকারেই বলা চলে যে, এখনই শুরু হল আর্জেন্টিনার বিশ্বকাপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ