Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০০ কোটি রুপি আয় ছাড়াতে পারবে ‘রেইস থ্রি’?

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ১২:০২ এএম

সালমান খান অভিনীত ‘রেইস থ্রি’র মত হোঁচট বোধ হয় তার পিছের ১০ বছরের কোনও ফিল্ম খায়নি। এমনকি ২০১৭’র ‘টিউবলাইট’ও ২১১ কোটি রুপি আয় করেছিল। মুক্তি পাবার একাদশ দিনে ২.৭৫ কোটি রুপি আয়ে ফিল্মটির আয় দাঁড়িয়েছে ১৫৮.৭৯ কোটি রুপি। এরপরের দিনগুলো আয় ক্রমে পড়ে যাবার কথা। শুক্রবার ‘সঞ্জু’ মুক্তি পেলে চলচ্চিত্রটির আয় আরও কমবে সুতরাং ভারতে ফিল্মটির আয় লক্ষ্যে পৌঁছতে পারবে বলে মনে হয় না, অন্তত আগামী সপ্তাহের মধ্যে তো নয়ই। এদিকে বিশ্বব্যাপী ফিল্মটির আয় ২৮০ কোটি রুপি ছাড়িয়েছে। রেমো ডি’ সুজা পরিচালিত অ্যাকশন থ্রিলার ফিল্মটিতে সালমান ছাড়াও অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ, ববি দেওল, অনিল কাপুর, সাকিব সেলিম, ফ্রেডি দারুওয়ালা, ভিকি কৌশল, সোনাক্ষি সিনহা এবং অমিত সাধ। ফিল্মটি ১৫০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে। এর সিংহভাগই উঠে এসেছে রেকর্ড সৃষ্টিকারী ১৩০ কোটি রুপি স্যাটেলাইট প্রদর্শন সত্ত¡ থেকে। এর আগে এই রেকর্ডটি (১১০ কোটি রুপি) ছিল আমির খানের ‘দাঙ্গাল’-এর। সাইফ আলি খানের অভিনয়ে ‘রেইস’ সিরিজের প্রথম দুটি পর্ব যথাক্রমে মুক্তি পেয়েছে ২০০৮ এবং ২০১৩তে। ‘রেইস থ্রি’ ফিল্মটি দিয়ে সালমান পরিবেশক হিসেবে আত্মপ্রকাশ করে নতুন একটি মাইল ফলক স্থাপন করলেন।



 

Show all comments
  • MD.MONIR HOSSEN = ROWMARI - SHOULMARI ২৮ জুন, ২০১৮, ১২:৩৬ পিএম says : 0
    JAMIN ANTE JA KHORCHA HOYSILO TA TULLO BOS.
    Total Reply(0) Reply
  • ৪ জুলাই, ২০১৮, ৩:৩৮ পিএম says : 0
    ছবিটি কেমন হয়েছে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ