Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫০ কোটি আয়ের পথে ‘রেইস থ্রি’

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৮, ১২:০০ এএম

প্রথম সপ্তাহান্তে ১০০ কোটি রুপি পর্যায় (১০৬.৪৭ কোটি রুপি) অতিক্রমের পর সালমান খান অভিনীত ‘রেইস থ্রি’ এখন নিশ্চিত ১৫০ কোটি রুপি আয়ের দিকে এগিয়ে যাচ্ছে। সোমবার থেকে আয় স্বাভাবিক ধারায় প্রথম দিনের তুলনায় ৫০ শতাংশ কমে ১৪.২৪ কোটি রুপিতে নেমে আসে আর মঙ্গলবার আয় হয়েছে ১২.০৫ কোটি রুপি; এতে আয় হল ১৩২.৭৬ কোটি রুপি। পরের শুক্রবার বলিউডের কোনও ফিল্ম মুক্তি পাচ্ছে না। পরের শুক্রবার ‘সঞ্জু’ মুক্তি পেলে চলচ্চিত্রটি প্রতিদ্ব›িদ্বতার মুখোমুখি হবে। তার আগে প্রতিদিন গড়ে একই ধারায় আয় করতে থাকলে সহজেই ২০০ কোটি রুপি আয় সীমা ছাড়িয়ে যাবে।
রেমো ডি’ সুজা পরিচালিত অ্যাকশন থ্রিলার ফিল্মটিতে সালমান ছাড়াও অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ, ববি দেওল, অনিল কাপুর, সাকিব সেলিম, ফ্রেডি দারুওয়ালা, ভিকি কৌশল, সোনাক্ষি সিনহা এবং অমিত সাধ। ফিল্মটি ১৫০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে। এর সিংহভাগই উঠে এসেছে রেকর্ড সৃষ্টিকারী ১৩০ কোটি রুপি স্যাটেলাইট প্রদর্শন সত্ত¡ থেকে। এর আগে এই রেকর্ডটি (১১০ কোটি রুপি) ছিল আমির খানের ‘দাঙ্গাল’-এর। সাইফ আলি খানের অভিনয়ে ‘রেইস’ সিরিজের প্রথম দুটি পর্ব যথাক্রমে মুক্তি পেয়েছে ২০০৮ এবং ২০১৩তে। ‘রেইস থ্রি’ ফিল্মটি দিয়ে সালমান পরিবেশক হিসেবে আত্মপ্রকাশ করে নতুন একটি মাইল ফলক স্থাপন করলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ