Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেইস থ্রি

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৮, ১২:০০ এএম


এটি এমন এক পরিবারের গল্প যাদের বৈধ আয়ের উৎস হল অস্ত্র ব্যবসা আর পেছনে তার মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। পরিবারের প্রধান শমসের সিং (অনিল কাপুর) তার নিজের দুই যমজ সন্তান সানজানা (ডেইজি শাহ) এবং সুরজ (সাকিব সেলিম); এরা তার সম্পত্তির ২৫ শতাংশ করে মালিক। অন্য দিকে দত্তক নেয়া তার বড় ভাইয়ের ছেলে সিকান্দার (সালমান খান) একটি দ্বীপসহ তার সম্পত্তির অর্ধেকের উত্তরাধিকারী। এ নিয়ে পরিবারে দ্বন্দ্ব আছে। এছাড়া সহযোগী যশের (ববি দেওল) প্রেমিকা জেসিকাকে নিয়েও সিকান্দারের মাঝে জটিলতা আছে। শমসেরের বন্ধু বৃজমোহন (রাজেশ শর্মা) জানায় কম্বোডিয়ার এক ব্যাংকের ভল্টে সুরক্ষিত আছে রাজনীতিকদের গোপন তথ্য ভরা একটি হার্ড ডিস্ক। শমসের সিকান্দারকে এই হার্ড ডিস্ক লুট করার দায়িত্ব দেয়। যমজ ভাইবোন, সিকান্দার আর যশ মিলে মিশনটি গ্রহণ করে। তারা সফল হয় কিন্তু, তাদের দলের মাঝেই একে অন্যকে ধ্বংস করা ষড়যন্ত্র হয়েছে আগে থেকেই।
বলিউড শীর্ষ পাঁচ
১ রেইস থ্রি
২ বিরে দি ওয়েডিং
৩ ভবেশ জোশি সুপারহিরো
৪ পরমাণু : দ্য স্টোরি অফ পোখরান
৫ রাজি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ