বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জের ধরে বিষপানে আজমীর হোসেন নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের দক্ষিণ পাড়ার সউদি প্রবাসী জসিম উদ্দিনের পুত্র। সোমবার রাতে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
জানা গেছে, আজমীর হোসেন (২২) চিওড়া সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতা ছিলেন। দুই মাস আগে তিনি জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামে বিয়ে করেন। পারিবারিক কলহের জের ধরে সোমবার রাতে আজমীর সবার অগোচরে বিষপান করে। পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।