মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত বছর সউদী আরবের কয়েকটি নীতির ঐতিহাসিক সংস্কারের ঘোষণা দিয়েছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেই ঘোষণা অনুযায়ী আজ রোববার থেকে গাড়ি প্রকাশ্যে গাড়ি চালাবেন সউদী নারীরা। সউদী আরবের ঐতিহ্যবাহী বেশ কয়েকটি নীতির পরিবর্তনের ঘোষণা দেন মোহাম্মদ বিন সালমান বা এমবিএস। তাতে নারীদের গাড়ি চালানোর অনুমতি, সিনেমা ও সিনেমা হল নির্মাণসহ বেশ কয়েকটি বিষয় ছিলো।
এরই মধ্যে দেশটির সিনেমা হল চালু করে সিনেমা প্রদর্শন শুরু হয়েছে। আর আজ রোববার থেকে দেশটির রাস্তায় প্রকাশ্যে গাড়ি চালাবেন দেশটির নারীরা। এতদিন এটা কঠোরভাবে নিষিদ্ধ ছিলো।
স¤প্রতি গাড়ি চালানোর লাইসেন্স পেয়েছে সউদী আরবের বেশ কয়েকজন নারী। গাড়ি চালানো শিখেছেনও অনেকে। গত বছর সেপ্টেম্বরে সউদী বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এক ডিক্রিতে নারীদের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দেন। তিনি ঘোষণা দেন, ২০১৮ সালের ২৪ জুন থেকে নারীরা রাস্তায় গাড়ি চালাতে পারবেন। সূত্র : ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।