শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
কবিতা
শাহিদ উল ইসলাম
নদীও মেলেছে ডানা
উড়ে গেছে নদী; নদীও মেলেছে ডানা
মৃত্তিকার সে এক নাগরিক মৃত্তিকার বুকে
আছে পড়ে হাড় জিরজির কঙ্কাল হয়ে।
উজানের চাণক্য বালু অক্টোপাসের মত
আঁকরে ধরেছে নদীকে আঁটসাঁটভাবে
কে বাঁচাবে বলো তাকে?
গেছে গো গেছে সব নদী গেছে হাওয়া হয়ে
অভিমানী মন নিয়ে আকাশপথে
কে ফেরাবে বলো তাকে!
আহা মায়াবতী নদী
তোমার অসুখে এই আমি রক্তশূন্যতায় ভুগি।
তুমি শুকিয়ে গেলে আমার অস্থিমজ্জা সব
কাঠ হয়ে যায়,
আমাদের কৃষকেরা রক্তজবা চোখ নিয়ে
আজ চেয়ে থাকে আকাশে!
আমাদের ফসলেরা ছোট হয়ে আসে
ছোট হয়ে আসে অনাগত মানুষেরা।
নদী শুধু তোমার জন্যই
আমার ধমনীতে রক্তের জোয়ার ভাঁটায়
ঘাটতি হয় এবং ক্ষয় হয় তামাটে শরীর।
নদী তোমাকে ফাঁসীকাস্টে ঝুলিয়ে
উজানের যারা আজ আনন্দ উলাসে
উলুধ্বনি দেয়, তারা কি মানব না অতি মানব?
তোমার শিরা-উপশিরায় কলুপ এঁটে রক্তের প্রবাহ
বন্ধ করে যারা
তারা আর যাই হোক মানুষ নয়
ধিক্কার তাদের শত ধিক্কার।
তবুও বলি নদী তুমি যেও নাকো উড়ে
মেলোনা ডানা ঐ আকাশে।
আলম শামস
গোপন চিঠি
দূর, বহু দূর থেকে বলছি
তোমার সকাল দুপুর সন্ধ্যা কেমন কাটছে
খুব জানতে ইচ্ছে করে। তোমার শরীরের গতি-প্রকৃতি
রক্তের সঞ্চালন, মনের আকুলতা ও হৃদয়ের ব্যাকুলতা।
জানিয়ে পত্র দিও আমায়।
তোমার মেঘনা যমুনা ও প্রবাহমান
গঙ্গা রেখ অতি গোপনে
নিশাচর প্রহরীর পাহারায়
যেন পিশাচ কিংবা শকুনের দৃষ্টি না পড়ে সেখানে।
আমি এক শুভক্ষণে খুঁজে নেবো
আমার সোনালি বিশ্বাস।
মুহাম্মাদ এমদাদুল্লাহ
অবহেলা
জীবন চলে গিয়েছে আজ কোন অজানায়
সূর্য এসে দিবস শেষে সব যে হারায়,
জীবন পথের বাঁকে বাঁকে এ শূণ্যতায়
ক্লান্তিঘেরা জীবন খানি নেই সে ছায়ায়।
অবহেলা কাটে সময় গতিহীনে
বেঁচে থেকেও মৃত যেন এই জীবনে
বিলাসিতায় রূদ্ধ হিয়া রাত্রিদিবা
সব হারিয়ে ভিখেরী আজ নেই কী বা!
এমন বিলাসিতায় যদি মত্ত্ব থাকি
অঙ্কুরিত জীবন কভু ফুটবে নাকি
পুষ্প হয়ে হাসবো আমি-তুমি; সবাই
তার আগে পার হতেই হবে সকল চড়াই।
তোফায়েল হোসেন
স্বপ্নের অণু-পরমাণু
চোখের জলে পা ভিজিয়ে শিশিরসম সুখে
যাযাবরের হৃদয়ে অগনিত গোলাপ ফোটে
এক্সটিংগুইসার উন্মত্ত আগুন নিভায়
একটা তুমিহীন- এক্সটিংগুইসার আরডিএক্স সম
বৈশাখীঝড়ো ঘূর্ণিতে বিধ্বস্ত পুরনো শহর-
ধ্বংসস্তুপে চাঁপা রাশিরাশি স্বপ্নের অনু-পরমানু
ঝড় থেমে গেলে, আগুন নিভে অবশিষ্ট থাকে
সুখস্মৃতির জীবাশ্ম ও একগাদা ছাঁই,
বায়ান্ন আর একাত্তর সবই ইতিহাস,
পুনর্জীবিত হলে একটা দেশ হবে- আমাদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।