বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নরসিংদীর আমিরগঞ্জে রেলব্রিজে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় দুই মেয়েসহ বাবা নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আমিরগঞ্জ রেলব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর বিলাসদী এলাকার হারিছ মোল্লার ভাড়াটিয়া হাফিজ মিয়া (৪০), তার দুই মেয়ে তারিন (১৩) ও তুলি (২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হাফিজ মিয়া পরিবারের সদস্যদের নিয়ে বিকেলে আমিরগঞ্জ রেলব্রিজে ঘুরতে যান। দুই মেয়েকে নিয়ে তিনি ব্রিজের উপরে গিয়ে ছবি উঠতে থাকেন। এ সময় আড়িয়ালখাঁ নদে ইঞ্জিনচালিত নৌকার মধ্যে সাউন্ডবক্স বাজিয়ে ঈদ আনন্দ করছিলেন একদল তরুণ। সেদিকে তাদের মনোযোগ চলে যায়।
এরই মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী উপকূল এক্সপেস ট্রেনটি কাছে এসে পড়ে। এ সময় ট্রেনটি হর্ন দিলেও তারা সময় মতো রেলব্রিজটি অতিক্রম করতে ব্যর্থ হন। এক পর্যায়ে ট্রেনের ধাক্কায় দুই মেয়েকে নিয়ে ছিটকে পড়েন হাফিজ মিয়া। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নরসিংদী রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সায়েম চৌধুরী জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে কোনো লাশ পাওয়া যায়নি। পরে নরসিংদী সদর হাসপাতালে গিয়ে লাশ পাওয়া যায়। ময়নাতদন্ত শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।