বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাভারে পৃথক ঘটনায় এক কলেজ ছাত্রীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সাভারের জয়নাবাড়ি ও আমিনবাজারের তুরাগ নদী থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
জয়নাবাড়ি এলাকা থেকে উদ্ধার রোকসানা আক্তার রত্না (১৮) হযরত আলীর মেয়ে। সে মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের শিক্ষার্থী। এছাড়া তুরাগ নদী থেকে উদ্ধার অজ্ঞাত (২০) যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সাভার মডেল থানার এস আই শ্যামল কুমার বলেন, হেমায়েতপুরের জয়নাবাড়ি উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ির একটি কক্ষে ঘরের আড়ার সাথে রাতে যে কোন সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রত্না। সকালে পরিবারের সস্যরা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তবে তার আত্মহত্যার কারন জানতে পারেনি পুলিশ।
অন্যদিকে, সকালে আমিনবাজারের তুরাগ নদীতে হাত পা বাধা অবস্থায় অজ্ঞাত (২০) এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত যুবককে রাতে যে কোন সময় হত্যার পর দুর্বৃওরা লাশ নদীতে ফেলে দিয়েছে বলে ধারনা করছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এঘটনায় সাভার মডেল থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।