বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পরীক্ষিত নির্লোভ সেই রিকসা চালক আব্দুল আজিজ খান জানু মিয়াকে ৫ হাজার টাকা উপহার দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক নূমেরি জামান। উল্লেখ্য গত ১১ জুন সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় ৮৫ হাজার টাকা কুড়িয়ে পেয়েছিলেন ওই রিকসা চালক। তারপর তুলে দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালতের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে। রিকসা চালকের সততার এ বিষয়টি নিয়ে প্রশংসার ঝড় উঠে সর্বত্র। তারপর তাকে সম্মান জানাতে এগিয়ে আসেন সিলেটের জেলা প্রশাসক। বৃহস্পতিবার বিকেলে তার কার্যালয়ে ডেকে আব্দুল আজিজ খানের হাতে তুলে দেন নগদ ৫ হাজার টাকা উপহার। রিকশাচালক আব্দুল আজিজ খান নেত্রকোনা জেলার আটপাড়া থানার নোয়াপাড়া গ্রামের আব্দুল হামিদ খানের পুত্র। ৩ ছেলে ২ মেয়ের জনক আব্দুল আজিজ ১৯৯৬ সাল থেকে সিলেটে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। গ্রামের বাড়িতে তার ছেলেরাও এখন কিছু কিছু আয়-রোজগার করলেও সংসারে প্রচণ্ড অভাব। এমন কঠিন পরিস্থিতিতে ৮৫ হাজার টাকার বান্ডিল কুড়িয়ে পেলেও সততা থেকে বিচ্যুত হননি ওই রিকসা চালক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।