Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নাসিক নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা: জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২২, ৩:৫২ পিএম

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, আমরা নির্বাচনের সব রকমের প্রস্ততি শেষ করেছি। ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোট গ্রহনকারী কর্মকর্তা নির্বাচনি এবং ভোট গ্রহনের সরঞ্জাম আমরা পৌছে দিয়েছি। আমাদের ৯ জন ম্যাজিস্ট্রেট টিম ও ৩০টি পুলিশের টিম মাঠ পর্যায়ে কাজ করছে। ইতিমধ্যে আমরা আরও ৩০জন ম্যাজিস্ট্রেট পেয়েছি। পাশাপাশি আমাদের পুলিশের প্রায় ৭৬টি টিম রয়েছে। আমাদের র‌্যাবের ৬৫টি টিম রয়েছে। বিজিবির ১৪টি দল মাঠ পর্যায়ে কাজ করছে এবং আমরা বিজিবি’র আরও ৬টা দল আগামীকাল এড হবে। এর বাইরে আমাদের আরও ৬জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছে।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, আমরা সব রকমের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি, যাতে এই নির্বাচনটি সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়। আগামীকালের নির্বাচন অত্যন্ত সুন্দর ভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে আমাদের গোয়েন্দা নজরদারী অব্যহত রয়েছে। আমাদের প্রত্যাশা আগামীকাল ভোটারগণ সুন্দর ভাবে এসে ভোট দিতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেলা প্রশাসক

৩১ অক্টোবর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ