সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তার দেশে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে অর্থাৎ যখনা দক্ষিণাঞ্চলীয় সীমান্তে এটা পরিষ্কার সামরিক রূপ ধারণ করে, তখন থেকে অব্যাহতভাবে সিরীয় বাহিনীর ওপর গোলা নিক্ষেপ করে যাচ্ছে ইসরাইল। এমনকি দেশটি সরাসরি সন্ত্রাসীদের সাহায্য করছে।
তিনি বলেন, ইসরাইলের গোলন্দাজ ও বিমানবাহিনীই হচ্ছে সন্ত্রাসীদের গোলন্দাজ ও বিমানবাহিনী।
বুধবার ইরানের আল আলম টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।-খবর আরটির।
আসাদ বলেন, ইসরাইলি আগ্রাসন প্রতিরোধে সিরিয়া অব্যাহতভাবে তার বিমান প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করে যাবে। দেশের স্বার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চলবে।
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি। কাজেই সিরিয়া থেকে হিজবুল্লাহ বাহিনীকে প্রত্যাহার নিয়ে এখন আলোচনা করলে সেটি খুব বেশি তাড়াহুড়া হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাশার আল আসাদ।
সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারি বাহিনীকে সহায়তা দিয়ে আসছে হিজবুল্লাহ গোষ্ঠী।
বাশার আল আসাদ বলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধ এখনও চলছে। হিজবুল্লাহ এই যুদ্ধের মৌলিক উপদান। কাজেই অব্যাহত এ যুদ্ধে তাদের সামরিক শক্তি অপরিহার্য।
মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহর ক্রমবর্ধমান প্রভাব ও গোষ্ঠীটির প্রতি ইরানের সমর্থনে ক্ষুব্ধ অবৈধ রাষ্ট্র ইসরাইল।