Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেসবুকে ব্যক্তিগত পোস্ট নয়, সিসিকের উন্নয়ণ কাজের নানা অসঙ্গতি তুলে ধরার আহবান জানিয়েছেন আ.লীগ নেতা আসাদ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২১, ৫:২৭ পিএম

সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আগাম একটি প্রস্তুতি নিচ্ছে বিশেষ করে শাসক দল আওয়ামীলীগ। দেশ শাসনে দল থাকলেও সিসিক শাসন করছেন বিএনপির কেন্দ্রিয় নেতা আরিফুল হক চৌধুরী। বিপুল সমর্থন থাকার পর, মেয়র পদে পরাজয় স্থাণীয় নেতাকর্মীদের মধ্যে বড়ই আফসোসের বিষয়। সেকারনে এখন থেকে দলীয় পছন্দের প্রার্থীর পক্ষে সাফাই, বন্ধনা প্রত্যাশা তুলে ধরছেন সোস্যাল মিডিয়া তথা ফেসবুকে। কিন্তু সর্বশেষ ২০১৮ সালের ৩০ জুলাই সিসিক নির্বাচনে আ’লীগের প্রার্থী ছিলেন বদর উদ্দিন আহমদ কামরান। ভোট রাজনীতিতে তিনি পরিণত হয়েছিলেন একটি ব্র্যান্ডে। সেকারনে কামরানই দল তথা আমজনতার এক পছন্দের ছিলেন প্রার্থী। কিন্তু তিনি অপ্রত্যাশিতভাবে পরাজিত হন বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর কাছে। সে নির্বাচনে আ’লীগ দলীয় প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন মহানগর আ’লীগ এর তৎকালীন সাধারন সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। ব্যক্তি গত ইমেজ, সাধারন জীবন যাপনে অভ্যস্ত আসাদ উদ্দিনের প্রতি সাধারন মানুষের বাড়তি এক আগ্রহও ছিল। কিন্তু মেষ অবধি কামরানের ভাগ্যে জুটে নৌকার মনোনয়ন। এদিকে, করোনায় মৃত্যু বরণ করেছেন আ’লীগ দলীয় সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। সেকারনে তন মনে পুনরায় সরব হয়েছে উঠছে কামরানের বিকল্প হিসেবে আসাদ উদ্দিনের নাম-ডাক। দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে নিয়ে শুরু করেছেন সুর তোলা। তবে সেই সুর নিয়ে আপত্তি তুলেছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ। তিনি এব্যাপারটিকে পছন্দ করছেন না। এতে ‘বিব্রতবোধ করছেন’ বলে এক ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন তিনি। নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া একটি পোস্টে তিনি উল্লেখ করেছেন, সম্ভব হলে সরকারের টাকায় সিটি কর্পোরেশনের কাজের নানা অসঙ্গতি তুলে ধরুণ। এতে সমাজ এবং দল অনেকবেশী উপকৃত হবে। সর্বোপরি উপকৃত হবো আমরা সকলেই।’ এছাড়া তিনি বলেছেন, সিসিক নির্বাচন নিয়ে ব্যক্তিকেন্দ্রিক পোস্ট দিলে দলে বিভাজন সৃষ্টির আশংকা থাকে।’ ফেসবুকে প্রদত্ত পোস্টে তিনি যা লিখেছেন তা হলো, “ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্লিন ইমেজ, যোগ্যপ্রার্থী ইত্যাদি নানা বিশেষণ ব্যবহার করে লেখালেখি করছেন। আমার নামেও কেউ কেউ লিখছেন। এতে আমি নিজে বিব্রতবোধ করি। আপনাদের প্রতি আমার অনুরোধ, আমাকে নিয়ে সিসিক নির্বাচনকেন্দ্রীক কোন পোস্ট না দিলেই আমি খুশি হবো। কারণ, এতে দলের মধ্যে বিভাজন সৃষ্টির আশংকা থাকে। যা কখনোই কাম্য নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরার মতো অনেক কিছু আছে। আপনারা যদি মনে করেন ‘ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়’, তবে ব্যক্তিকেন্দ্রীক প্রচারণা বাদ দিয়ে সরকারের উন্নয়ন, অর্জন প্রচার করুন। সম্ভব হলে সরকারের টাকায় সিটি কর্পোরেশনের কাজের নানা অসঙ্গতি তুলে ধরুণ। এতে সমাজ এবং দল অনেকবেশী উপকৃত হবে। সর্বোপরি উপকৃত হবো আমরা সকলেই। ব্যক্তিগত জীবনে রাজনীতি থেকে আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই। নতুন প্রজন্মের অনেকেই হয়তো জানেন না, আমার প্রায় বিয়াল্লিশ বছরের রাজনৈতিক জীবনে বিপুল অর্থ-সম্পদের মালিক না হলেও এই পূণ্যভূমি সিলেটে যে সম্মান-ভালোবাসা পেয়েছি তাতেই আমি সন্তুষ্ট।

২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে আমার সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন এবং ওআইসির ইসলামী সম্মেলনে যাওয়ার সুযোগ হয়। এবং ২০১৭ সালে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দলের সাথে ফিলিপাইনের ম্যানিলায় এডিবির ৫১তম বার্ষিক সভায় অংশগ্রহণের সুযোগও হয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের। এছাড়া, সফলতা-ব্যর্থতা মিলিয়ে প্রায় আট বছর সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এরআগে দীর্ঘদিন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। ছাত্রাবস্থায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম। পঁচাত্তর পরবর্তী কঠিন সময়ে ছাত্র-ছাত্রীদের সরাসরি ভোটে সিলেটের ঐতিহ্যবাহী মদন মোহন কলেজ ছাত্রসংসদের ভিপি, জিএস, ছাত্রমিলনায়তন সম্পাদক এবং খেলাধুলা সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। সিলেটের ছাত্ররাজনীতির ইতিহাসে একাটানা চারবার নির্বাচিত হওয়ার নজির নেই। এরশাদ বিরোধী আন্দোলনের সময় উনিশটি মিথ্যা মামলায় অভিযুক্ত ছিলাম। তাই সবশেষে বলতে চাই, কোন ব্যক্তির নয়, সরকারের অর্জনগুলো মানুষের কাছে তুলে ধরলে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমরা সকলেই সম্মানিত হবো।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসাদ

১৬ সেপ্টেম্বর, ২০২২
২০ মার্চ, ২০২২
২০ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ