Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার ১২ ভেন্যু

প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৮, ১০:৫৮ পিএম | আপডেট : ২:৩১ এএম, ১৭ জুন, ২০১৮

একমাত্র খেলাধুলাই পারে পুরো বিশ্ববাসীকে এক সুতোয় গাঁধতে। আর সেই খেলাটা যদি হয় ফুটবল বিশ্বকাপ তাহলে তো কথাই নেই। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সেই ক্রিড়া আসর কড়া নাড়ছে দুয়ারে। এজন্য পুরোদমে প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাগতিক রাশিয়া। আয়াতকার বিশাল ঘাসের রাজ্যেকে ক্যানভাস বানিয়ে সেখানে শিল্প রচনা করবেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, মোহাম্মাদ সালাহ, আন্দ্রেস ইনিয়েস্তারা। এজন্য প্রস্তুত রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়াম। অত্যাধুনিক সাজে সেজেছে এসব স্টেডিয়াম। চলুন দেখে নেয়া যাক সেই সব স্টেডিয়াম ও বিশ্বকাপের কিছু খুটিনাটি সম্পর্কে-

মোট দল : ৩২টি
মোট ভেন্যু : ১২টি
মোট ম্যাচ : ৬৫টি
উদ্বোধনী অনুষ্ঠান : লুঝনিকি স্টেডিয়াম, মস্কো
ফাইনাল : লুঝনিকি স্টেডিয়াম, মস্কো
প্রতি ভেন্যুতে গড় দর্শক ধারণ ক্ষমতা : ৪৯,৩০০জন
সবচেয়ে বড় ভেন্যু : লুঝনিকি স্টেডিয়াম, মস্কো (৮১,০০০জন)
সবচেয়ে ছোট ভেন্যু : কালিনিগ্রাদ স্টেডিয়াম, কালিনিগ্রাদ (৩৫,২১২জন)
প্রতি ভেন্যুতে গড় ম্যাচ সংখ্যা : ৫.৩৩টি

স্টেডিয়াম পরিচিতি
লুঝনিকি স্টেডিয়াম, মস্কো
দর্শক ধারণক্ষমতা : ৮১,০০০
উদ্বোধন : ১৯৫৬
ম্যাচসমূহ :
১৪ জুন ২০১৮, রাত ৯টা : রাশিয়া-সউদি আরব (গ্রæপ এ)
১৭ জুন ২০১৮, রাত ৯টা : জার্মানি-মেক্সিকো (গ্রæপ এফ)
২০ জুন ২০১৮, সন্ধ্যা ৬টা : পর্তুগাল-মরোক্কো (গ্রæপ বি)
২৬ জুন ২০১৮, রাত ৮টা : ডেনমার্ক-ফ্রন্স (গ্রæপ সি)
০১ জুলাই ২০১৮, রাত ৮টা : ১বি-২এ ( রাউন্ড ১৬)
১১ জুলাই ২০১৮, রাত ১২টা : জয়ী ৫৯-জয়ী ৬০ (সেমিফাইনাল)
১৫ জুলাই ২০১৮, রাত ৯টা : জয়ী ৬১-জয়ী ৬২ (ফাইনাল)

সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম, সেন্ট পিটার্সবার্গ
দর্শক ধারণক্ষমতা : ৬৭,০০০
উদ্বোধন : ২০১৭
ম্যাচসমূহ :
১৫ জুন ২০১৮, রাত ৯টা : মরোক্কো-ইরান (গ্রæপ বি)
১৯ জুন ২০১৮, রাত ১২টা : রাশিয়া-মিশর (গ্রæপ এ)
২২ জুন ২০১৮, সন্ধ্যা ৬টা : ব্রাজিল-কোস্টারিকা (গ্রæপ ই)
২৬ জুন ২০১৮, রাত ১২টা : নাইজেরিয়া-আর্জেন্টিনা (গ্রæপ ডি)
০৩ জুলাই ২০১৮, রাত ৮টা : ১এফ-২ই (রাউন্ড ১৬)
১০ জুলাই ২০১৮, রাত ১২টা : জয়ী ৫৭-জয়ী ৫৮ (সেমিফাইনাল)
১৪ জুলাই ২০১৮, রাত ৮টা : পরাজিত ৬১-পরাজিত ৬২ (তৃতীয়স্থান নির্ধরনী)

ফিস্ট স্টেডিয়াম, সোচি
দর্শক ধারণক্ষমতা : ৪৮,০০০
উদ্বোধন : ২০১৩
ম্যাচসমূহ :
১৫ জুন ২০১৮, রাত ১২টা : পর্তুগাল-স্পেন (গ্রুপ (বি)
১৮ জুন ২০১৮, রাত ৯টা : বেলজিয়াম-পানামা (গ্রুপ জি)
২৩ জুন ২০১৮, রাত ১২টা : জার্মানি-সুইডেন (গ্রুপ এফ)
২৬ জুন ২০১৮, রাত ৮টা : অস্ট্রেলিয়া-পেরু (গ্রুপ সি)
৩০ জুন ২০১৮, রাত ১২টা : ১এ-২বি (রাউন্ড ১৬)
০৭ জুলাই ২০১৮, রাত ১২টা : জয়ী ৫১-জয়ী ৫২ (কোয়ার্টার ফাইনাল)

একাতারিনবার্গ অ্যারেনা, একাতেরিনবার্গ
দর্শক ধারণক্ষমতা : ৩৫,৬০০
উদ্বোধন : ২০১৭
ম্যাচসমূহ :
১৫ জুন ২০১৮, সন্ধ্যা ৬টা : মিসর-উরুগুয়ে (গ্রুপ এ)
২১ জুন ২০১৮, রাত ৯টা : ফ্রান্স-পেরু (গ্রুপ সি)
২৪ জুন ২০১৮, রাত ৯টা : জাপান-সেনেগাল (গ্রুপ এইচ)
২৭ জুন ২০১৮, রাত ৮টা : মেক্সিকো-সুইডেন (গ্রুপ এফ)

কাজান অ্যারেনা, কাজান
দর্শক ধারণক্ষমতা : ৪৫,৩০০
উদ্বোধন : ২০১৩
ম্যাচসমূহ :
১৬ জুন ২০১৮, বিকাল ৪টা : ফ্রান্স-অস্ট্রেলিয়া (গ্রুপ সি)
২০ জুন ২০১৮, রাত ১২টা : ইরান-স্পেন (গ্রুপ বি)
২৪ জুন ২০১৮, রাত ১২টা : পোল্যান্ড-কলম্বিয়া (গ্রুপ এইচ)
২৭ জুন ২০১৮, রাত ৮টা : দ. কোরিয়া-জার্মানি (গ্রুপ এফ)
৩০ জুন ২০১৮, রাত ৮টা : ১সি-২ডি (রাউন্ড ১৬)
০৬ জুলাই ২০১৮, রাত ১২টা : জয়ী ৫৩-জয়ী ৫৪ (কোয়ার্টার ফাইনাল)

নিজনি নভগোরোদ স্টেডিয়াম, নিজনি নভগোরোদ
দর্শক ধারণক্ষমতা : ৪৫,০০০
উদ্বোধন : ২০১৭
ম্যাচসমূহ :
১৮ জুন ২০১৮, সন্ধ্যা ৬টা : সুইডেন দ. কোরিয়া (গ্রুপ এফ)
২১ জুন ২০১৮, রাত ১২টা : আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া (গ্রুপ ডি)
২৪ জুন ২০১৮, সন্ধ্যা ৬টা : ইংল্যান্ড-পানামা (গ্রুপ জি)
২৭ জুন ২০১৮, রাত ১২টা : সুইজারল্যঅন্ড-কোস্টারিকা (গ্রুপ ই)
০১ জুলাই ২০১৮, রাত ১২টা : ১ডি-২সি (রাউন্ড ১৬)
০৬ জুলাই ২০১৮, রাত ৮টা : জয়ী ৪৯-জয়ী ৫০ (কোয়ার্টার ফাইনাল)

রস্তভ অ্যারেনা, রস্তভ-অন-ডন
দর্শক ধারণক্ষমতা : ৪৫,০০০
উদ্বোধন : ২০১৭
ম্যাচসমূহ :
১৭ জুন ২০১৮, রাত ১২টা : ব্রাজিল-সুইজারল্যান্ড (গ্রুপ ই)
২০ জুন ২০১৮, রাত ৯টা : উরুগুয়ে-সউদি আরব (গ্রুপ এ)
২৩ জুন ২০১৮, রাত ৯টা : দ. কোরিয়া-মেক্সিকো (গ্রুপ এফ)
২৬ জুন ২০১৮, রাত ১২টা : আইসল্যান্ড-ক্রোয়েশিয়া (গ্রুপ এফ)
০২ জুলাই ২০১৮, রাত ১২টা : ১জি-২এইচ (রাউন্ড ১৬)

সামারা অ্যারেনা, সামারা
দর্শক ধারণক্ষমতা : ৪৫,০০০
উদ্বোধন : ২০১৭
ম্যাচসমূহ :
১৭ জুন ২০১৮, সন্ধ্যা ৬টা : কোস্টারিকা-সার্বিয়া (গ্রুপ ই)
২১ জুন ২০১৮, সন্ধ্যা ৬টা : ডেনমার্ক-অস্ট্রেলিয়া (গ্রুপ সি)
২৫ জুন ২০১৮, রাত ৮টা : উরুগুয়ে-রাশিয়া (গ্রুপ এ)
২৮ জুন ২০১৮, রাত ৮টা : সেনেগাল-কলম্বিয়া (গ্রুপ এইচ)
০২ জুলাই ২০১৮, রাত ৮টা : ১ই-২এফ (রাউন্ড ১৬)
০৭ জুলাই ২০১৮, রাত ৮টা : জয়ী ৫৫-জয়ী ৫৬ (কোয়ার্টার ফাইনাল)

মারদভিয়া অ্যারেনা, সারানস্ক
দর্শক ধারণক্ষমতা : ৪৫,০০০
উদ্বোধন : ২০১৭
ম্যাচসমূহ :
১৬ জুন ২০১৮, রাত ১০টা : পেরু-ডেনমার্ক (গ্রুপ সি)
১৯ জুন ২০১৮, সন্ধ্যা ৬টা : কলম্বিয়া-জাপান (গ্রুপ এইচ)
২৫ জুন ২০১৮, রাত ১২টা : ইরান-পর্তুগাল (গ্রুপ বি)
২৮ জুন ২০১৮, রাত ১২টা : পানামা-তিউনিশিয়া (গ্রুপ জি)

ভলগোগ্রাদ স্টেডিয়াম, ভলগোগ্রাদ
দর্শক ধারণক্ষমতা : ৪৫,০০০
উদ্বোধন : ২০১৭
ম্যাচসমূহ :
১৮ জুন ২০১৮, রাত ১২টা : তিউনিশিয়া-ইংল্যান্ড (গ্রুপ জি)
২২ জুন ২০১৮, রাত ৯টা : নাইজেরিয়া-আইসল্যান্ড (গ্রুপ ডি)
২৫ জুন ২০১৮, রাত ৮টা : সউদি আরব-মিশর (গ্রুপ এ)
২৮ জুন ২০১৮, রাত ৮টা : জাপান-পোল্যাান্ড (গ্রুপ এইচ)

স্পার্তাক স্টেডিয়াম, মস্কো
দর্শক ধারণক্ষমতা : ৪৫,৩০০
উদ্বোধন : ২০১৪
১৬ জুন ২০১৮, সন্ধ্যা ৭টা : আর্জেন্টিনা-আইসল্যান্ড (গ্রুপ ডি)
১৯ জুন ২০১৮, রাত ৯টা : পোল্যান্ড-সেনেগাল (গ্রুপ এইচ)
২৩ জুন ২০১৮, সন্ধ্যা ৬টা : বেলজিয়াম-তিউনিশিয়া (গ্রুপ বি)
২৭ জুন ২০১৮, রাত ১২টা : সার্বিয়া-ব্রাজিল (গ্রুপ সি)
০৩ জুলাই ২০১৮, রাত ১২টা : ১এইচ-২জি (রাউন্ড ১৬)

কালিনিনগ্রাদ স্টেডিয়াম, কালিনিনগ্রাদ
দর্শক ধারণক্ষমতা : ৩৫,২১২
উদ্বোধন : ২০১৭
ম্যাচসমূহ :
১৬ জুন ২০১৮, রাত ১টা : ক্রোয়েশিয়া-নাইজেরিয়া (গ্রুপ ডি)
২২ জুন ২০১৮, রাত ১২টা : সার্বিয়া-সুইজারল্যান্ড (গ্রুপ ই)
২৫ জুন ২০১৮, রাত ১২টা : স্পেন-মরোক্কো (গ্রুপ বি)
২৮ জুন ২০১৮, রাত ১২টা : ইংল্যান্ড-বেলজিয়াম (গ্রুপ জি)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ