Inqilab Logo

বুধবার, ১২ জুন ২০২৪, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৫ যিলহজ ১৪৪৫ হিজরী

মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার এএইচ-৬৪ই কিনছে ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৮, ১২:০০ এএম

মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার এএইচ-৬৪ই কিনছে ভারত। যুক্তরাষ্ট্র সরকার এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন। এসব হেলিকপ্টারের সঙ্গে আরো কিছু সামরিক সরঞ্জাম কিনতে ভারতকে গুনতে হবে ৯৩ কোটি ডলার। মার্কিন পররাষ্ট্র দপ্তর ও সেনা সদরদপ্তর পেন্টাগন এ খবর নিশ্চিত করেছে। এরইমধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ চুক্তির বিষয়ে ছাড়পত্র দিয়ে তা কংগ্রেসের কাছে পাঠিয়েছে। যদি কোনো আইনপ্রণেতা বিষয়টি নিয়ে আপত্তি না তোলেন তাহলে চুক্তিটি এগিয়ে যাবে। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টার কেনার এ চুক্তির ভেতরে রয়েছে টি৭০০-জিই৭০১ডি জেনারেল ইলেক্ট্রিক কোম্পানির ইঞ্জিন, রাডার সরঞ্জাম, নাইট ভিশন সেন্সর, নেভিগেশন সিস্টেম, কয়েকশ হেলফায়ার এন্টি আর্মর এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্টিংঙ্গার ক্ষপণাস্ত্র। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ