Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

হামলা চালাতে ইরান-তুরস্ক আলোচনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৮, ১২:০০ এএম

কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা চালাচ্ছে তুরস্ক। তুরস্কের দাবি, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সশস্ত্র যোদ্ধারা ইরান সীমান্তে অবস্থিত উত্তর ইরাকের কান্দিল অঞ্চলে ঘাঁটি গেড়ে রয়েছে। বার্তাসংস্থা রয়টার্স লিখেছে, ইরান সীমান্তবর্তী হওয়াতে অভিযান শুরুর আগে ইরানের সঙ্গে কথা বলে নিতে চায় তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘পিকেকে তাদের জন্যও হুমকি। কান্দিল ইরান সীমান্তের খুব কাছে। আমরা ইরানের সঙ্গে সহযোগিতামূলক যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছি।’ কুর্দিদের সংগঠন পিকেকে তুরস্কে নিষিদ্ধ। পিকেকে প্রায় ৩ দশক ধরে স্বাধীনতার দাবিতে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছে। আইএসের বিরুদ্ধে যুদ্ধে সিরীয় কুর্দিদের সহযোগিতা নিয়েছে যুক্তরাষ্ট্র। কুর্দিদের অস্ত্র দিয়ে সহায়তাও করেছে তারা। কিন্তু কুর্দিদের সহায়তা দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষুব্ধ তুরস্ক। তারা মনে করে, ওই অঞ্চলের কুর্দিরা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিরই সমর্থক যারা স্বাধীনতা চায়। সিরিয়ায় যুদ্ধ চলাকালেই কুর্দি অধ্যুষিত আফরিনে প্রচন্ড হামলা চালিয়েছিল তুরস্ক। কারণ আফরিন ছিল কুর্দিদের ঘাঁটি। গত ২০ জানুয়ারি কুর্দিদের বিরুদ্ধে আফরিনে চালানো তুরস্কের ‘অপারেশন অলিভ ব্রাঞ্চ’ নামের অভিযানে হতাহত হয় অনেক মানুষ। এদিকে সংবাদমাধ্যম কুর্দিস্তান টোয়েয়েন্টিফোর দাবি করেছে, ইরাকের প্রধানমন্ত্রী তুরস্কের ওই অভিযানকে ‘নির্বাচনি প্রচারণার’ উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার অভিযোগ তুলেছেন। রয়টার্স।



 

Show all comments
  • সাব্বির ১৪ জুন, ২০১৮, ৭:৫৬ এএম says : 1
    সারা বিশ্বে যুদ্ধ বাধিয়ে রাখাই যুক্তরাষ্ট্রের কাজ
    Total Reply(1) Reply
    • চাঁদনী ১৪ জুন, ২০১৮, ৭:৫৭ এএম says : 4
      একদম ঠিক কথা বলেছেন
  • জসীম উদ্দীন ১৪ জুন, ২০১৮, ৭:৫৬ এএম says : 0
    দ্রুত আপনারা ঐক্যবদ্ধ হন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ