প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজনকে সামনে রেখে সম্প্রতি চ্যানেলটির কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম, উপদেষ্টা অনুষ্ঠান ও বিপনন বেনু শর্মা, মহাব্যবস্থাপক সরদার রউফ, হেড অব ব্রডকাস্ট মোস্তাফিজুর রহমান পলাশ, অনুষ্ঠান প্রধান আহসান কবির, নির্বাহী প্রযোজক লিটু সোলায়মান, ইনচার্জ-মার্কেটিং অ্য্যান্ড সেলস রাশেদ সীমান্ত প্রমুখ। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ঈদ আয়োজন নিয়ে বলতে গিয়ে উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম বলেন, আমরা সবসময়ই ঈদে দর্শকদের চাহিদার কথাটি বিবেচনায় নিয়ে অনুষ্ঠানমালা সাজাতে চেষ্টা করি। ঈদে বিনোদন নির্ভর অনুষ্ঠানের প্রতি দর্শকদের আকর্ষণ বেশি থাকে। তবে আমরা এই বিনোদনের মাধ্যমেই সামাজিক ও পারিবারিক কিছু মেসেজ অনুষ্ঠানগুলোতে দিতে চেষ্টা করি। শুধু নিছক বিনোদন নয়, সামাজিক ও পারিবারিক দায়বদ্ধতার বিষয়টিও মাথায় রাখি। ঈদে অন্যান্য সময়ের তুলনায় দর্শক বেশি টিভিমুখী হয়। এ বিষয়টি মাথায় রেখেই ঈদের অনুষ্ঠানমালায় বৈচিত্র আনতে আমরা বরাবরই চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমাদের ৭ দিনের বর্ণাঢ্য আয়োজন থাকছে ৭টি একক নাটক, ৪টি ধারাবাহিক নাটক, ১৪টি সিনেমা, ‘সোনালী দিনের স্বর্ণালী গান’, ‘প্রিয় শিল্পীর প্রিয় গান’সহ নানা আয়োজন। আশা করছি, দর্শক আনন্দ নিয়ে অনুষ্ঠানগুলো উপভোগ করবেন।
ছবিঃ টিপু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।